জাতীয়

আগামী নির্বাচন হবে ইসির ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ

জেলা প্রতিনিধি, দিনাজপুরঃ নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, অতীতের বিতর্কিত নির্বাচনগুলো আমাদের নির্বাচন ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তবে আগামী নির্বাচন হবে ইসির ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ।

মঙ্গলবার বিকেলে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও রেজিস্ট্রেশন কর্মকর্তারা অংশ নেন।

ইসি সানাউল্লাহ বলেন, আমাদের অতীতের নির্বাচনগুলো বিতর্কিত হয়েছে। এতে দেশের নির্বাচন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি শুধুমাত্র নির্বাচন কমিশনের বিষয় নয়, সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও ব্যক্তির দায়িত্ব। আমাদের সন্তানরা রক্ত দিয়ে এই সত্য প্রমাণ করেছে যে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, আগামী নির্বাচন আমাদের সবার জন্য এক বিশাল পরীক্ষা। এটি হবে ভাবমূর্তি পুনরুদ্ধারের একটি সুযোগ। আমাদের লক্ষ্য নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। এমন একটি নির্বাচন, যেখানে পরাজিত প্রার্থী বিজয়ীকে হাসিমুখে অভিনন্দন জানাতে পারেন এবং ভোটারদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে স্বীকৃত হয়।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, এ কাজ অত্যন্ত সুষ্ঠু ও সুচারুভাবে সম্পন্ন হচ্ছে। সামনের নির্বাচন হবে একটি ‘রিফাইনিং নির্বাচনথ। নির্বাচন কমিশন নিরপেক্ষ অবস্থানে থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।

নির্বাচন কমিশনার সানাউল্লাহ আশাবাদ ব্যক্ত করে বলেন, আমাদের দায়িত্ব হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য নির্বাচন ব্যবস্থা তৈরি করা। আমরা আমাদের সন্তানদের রক্তের ঋণ শোধ করব ইনশাল্লাহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button