খেলা-বিনোদন

গার্দিওলার সিটিকে ছাড়িয়ে চারে উঠল মারেস্কার চেলসি

স্পোর্টস ডেস্কঃ ইউরোপা কনফারেন্স লিগ কিংবা এফএ কাপ। দারুণ সময় কাটছে চেলসির। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের তৃতীয় সারির টুর্নামেন্ট বলেই হয়তো দাপুটে পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছে দ্য ব্লুজ। প্রতিপক্ষ নিচু সারির দল বলেই হয়তো গোল উৎসবে মেতে চলেছে স্টামফোর্ড ব্রিজ।

ইউরোপা কনফারেন্স লিগ কিংবা এফএ কাপ। দারুণ সময় কাটছে চেলসির। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের তৃতীয় সারির টুর্নামেন্ট বলেই হয়তো দাপুটে পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছে দ্য ব্লুজ। প্রতিপক্ষ নিচু সারির দল বলেই হয়তো গোল উৎসবে মেতে চলেছে স্টামফোর্ড ব্রিজ। ইউরোপা কনফারেন্স লিগ কিংবা এফএ কাপ। দারুণ সময় কাটছে চেলসির। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের তৃতীয় সারির টুর্নামেন্ট বলেই হয়তো দাপুটে পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছে দ্য ব্লুজ। প্রতিপক্ষ নিচু সারির দল বলেই হয়তো গোল উৎসবে মেতে চলেছে স্টামফোর্ড ব্রিজ।

কিন্তু ইংলিশ লিগে যেন চলছে তাদের শনির দশা। চলছে যেন তারা উল্টো রথে! আগের সাত ম্যাচে চেলসি জিতেছে মাত্র একটিতে। এমন বাজে অবস্থা পেছনে ফেলা সত্যি তাদের জন্য ছিল বড় চ্যালেঞ্জিং। চাপটা দূরে ঠেলে ঠিকই জয়ের ধারায় ফিরল কোচ এনজো মারেস্কার শিষ্যরা।

সোমবার রাতে নিজেদের মাঠে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ২-১ গোলে জয় ছিনিয়ে নিয়েছে চেলসি। দারুণ এ জয়ে ম্যানসিটিকে পাঁছে ঠেলে লিগের পয়েন্ট তালিকার চারে উঠে গেছে জায়ান্ট ক্লাবটি।

ঘরের মাঠে বিরতিতে যাওয়ার তিন মিনিট আগে পিছিয়ে পড়েছিল অবশ্য চেলসি। তবে দ্বিতীয়ার্ধে দারুণ পারফরম্যান্সে প্রত্যাবর্তনের গল্প লিখেছে স্বাগতিকরা।

রোমাঞ্চকর এ জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শেষ চারের টিকিট নিশ্চিতের লড়াইয়ে খানিকটা এগিয়ে গেল ওয়েস্ট লন্ডনের ক্লাবটি।

জমে উঠা ম্যাচে কোনো দলই যেন গোলের দেখা পাচ্ছিল না যেন কিছুতেই। শেষে ম্যাচের নীরবতা ভাঙে ৪২ মিনিটে। ক্যাপ্টেন জ্যারড বোয়েনের গোলে লিড নেয় ওয়েস্ট হ্যাম। তাতে ১-০ গোলে এগিয়ে থেকেই দ্বিতীয়ার্ধে খেলতে নামে অতিথিরা।

ম্যাচে সমতায় ফিরতে খানিকটা সময় নিয়েছে চেলসি। লড়াইয়ের বয়স এক ঘণ্টা পেরিয়ে যাওয়ার চার মিনিট বাদে স্কোর লেভেল করেন বদলি হিসেবে নামা পেদ্রো নেতো।

তবে চেলসির জয়সূচক গোলটি অবশ্য ছিল আত্মঘাতী। চেলসির গোল প্রচেষ্টা রুখতে গিয়ে ভুলে নিজেদের জালেই বল জড়িয়ে ফেলেন অ্যারন ওয়ান-বিসাকা।

প্রিমিয়ার লিগে সবশেষ আট ম্যাচে চেলসি পেয়েছে এ নিয়ে দ্বিতীয় জয়। এ জয়ের মাহাত্ম্য নিয়ে কোচ মারেস্কা বলেন, ‘এটা অনেক বড় জয়। খুব কঠিন একটা ম্যাচ হলো, বিশেষ করে মানসিক দিক থেকে। দলগুলো যখন এখানে আসে আর রক্ষণে গুটিয়ে থাকে, তখন কাজটা সহজ হয় না। সে সময়ে ধৈর্য্যের প্রয়োজন হয়। কোনো জায়গা থাকে না, বল এগিয়ে নিতে হয় আর সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয়। দ্বিতীয়ার্ধে আমরা ঘুরে দাঁড়িয়েছি আর সব মিলিয়ে জয় আমাদের প্রাপ্য ছিল। ওরা আমাদের ভুলের অপেক্ষা করছিল, এক্ষেত্রে হতাশ হওয়া যাবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button