খেলা-বিনোদন

শৃঙ্খলায় গুরুত্ব দিয়েছে বিশেষ কমিটি

স্পোর্টস রিপোর্টারঃ মতিঝিলস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে সভাপতি তাবিথ আউয়াল আসবেন বলে বৃহস্পতিবার দুপুর থেকেই সংবাদ মাধ্যম কর্মীদের ভীড় ছিল। প্রত্যাশা ছিল, বাফুফের বিশেষ কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পর বাফুফে নারী ফুটবলে চলমান অচলাবস্থার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। কিন্তু বাফুফে সভাপতি আসেননি। বাফুফে সভাপতির দপ্তরে প্রতিবেদন জমা দেওয়ার পর রাত সাড়ে নয়টার দিকে ৭ সদস্যের বিশেষ কমিটির প্রধান ইমরুল হাসান সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি জানান, নারী ফুটবলের সংকট নিরসনের জন্য সংশ্লিষ্ট সবার বক্তব্য শুনে কিছু সিদ্ধান্ত ও সুপারিশ করেছে বিশেষ কমিটি। বাফুফে সভাপতি পদাধিকার বলে কিংবা বাফুফে কার্যনির্বাহী সভায় আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। প্রয়োজনে নারী ফুটবলারদের সঙ্গে আবার বসতেও পারেন বাফুফে সভাপতি। প্রতিবেদন কী লেখা হয়েছে, তা বলতে চাননি ইমরুল হাসান। বল সভাপতির কোর্টেই ঠেলে দিলে বাফুফে এই সিনিয়র সহ-সভাপতি বলেন, ‘ আসলে আমরা সভাপতির দপ্তরে প্রতিবেদন জমা দিয়েছি। রিপোর্ট পড়ে উনি আপনাদের বিস্তারিত বলবেন।’

ইমরুল হাসান আরো বলেন, ‘নারী ফুটবলে একটা অচলাবস্থা চলছে। এই অচলাবস্থা নিরসনে ৭ সদস্য বিশিষ্ট একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। আমরা গত শনিবার থেকেই কাজ করেছি। প্রায় প্রতিদিনই আমরা অধিক রাত পর্যন্ত কাজ করে সংশ্লিষ্ট পক্ষ সমূহের মতামত নিয়েছি। তাদের বক্তব্য শুনেছি। এই বক্তব্যের আলোকে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। কিছু সুপারিশ করেছি। কিছু কারণ খুঁজে পেয়েছি। এই কারণগুলো প্রতিকারে কী করণীয়, তা উল্লেখ করে আমরা আমাদের প্রতিবেদন জমা দিয়েছি।’

বাফুফের বিশেষ কমিটির প্রতিবেদন জমা দেওয়ার দিন সুখবর পেয়েছে সাফজয়ী নারী ফুটবল দল। সাবিনা খাতুনরা একুশে পদক পাচ্ছেন। ইমরুল হাসান বলেন, ‘নারী ফুটবল দল একুশে পদক পেয়েছে। বাংলাদেশের ফুটবলের জন্য না শুধু, যেকোনো স্পোর্টসের জন্য অনেক বড় প্রাপ্তি। এর সঙ্গে সংশ্লিষ্ট খেলোয়াড় যারা ছিলেন, তাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞ। আমি মনে করি যে, ফুটবলের প্রতি আপামর জন সাধারণের আগ্রহ বাড়বে। ফুটবল নিয়ে ভালো আলোচনা হবে। এজন্য নারী দলের সঙ্গে যারা ছিল, তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’ একুশে পদক প্রাপ্তি কী বর্তমান সংকট নিরসনের জন্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে কি না? ইমরুল হাসান বলেন, ‘নারী ফুটবল দল আমাদের অনেক সাফল্য এনে দিয়েছে। সেটি অস্বীকার করার উপায় নেই। আমরা নারী ফুটবল দলের প্রতি কৃতজ্ঞ। সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে, সেটি হলো ডিসিপ্লিন। সাফল্য কিংবা ব্যর্থতা কোনো মূল প্রভাবক হিসেবে কাজ করবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button