খেলা-বিনোদন

ফাইনালে নজর কাড়ার অপেক্ষায় যারা

স্পোর্টস রিপোর্টারঃ নিজেদের দিনে যারা সেরা ক্রিকেট খেলবে, তারাই চ্যাম্পিয়ন হবে’- যে কোনো টুর্নামেন্টের ফাইনালের আগে এমন কথা নিয়মিতই শোনা যায়। অবশ্য ক্রিকেট মাঠে এটাই সত্য। নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে, তারাই জিতবে। আগে থেকে অনুমানের সুযোগ খুবই কম। তবে অন্তত এটুকু ধারণা করা যায় শক্তিমত্তা আর সামর্থ্যের বিচারে কারা এগিয়ে থাকবে। ঠিক তেমনভাবে ধারণা করা যায় কারা ফাইনালের চাপ সামলে হতে পারেন সেরা পারফরমার।

আজ ফরচুন বরিশাল-চিটাগং কিংস ম্যাচে বেশ কজন ক্রিকেটারের ওপর থাকবে নজর। বড় তারকাদের পাশাপাশি অন্যরাও থাকবেন আতশি কাচের নিচে। কারণ, দুদলের বেশিরভাগ ক্রিকেটারই যে সামর্থ্যবান নিজের সেরাটা দেওয়ার জন্য। সাম্প্রতিক পারফরম্যান্সে বরিশালের হয়ে খেলা তামিম ইকবাল, দাভিদ মালান, কাইল মায়ার্স ও মাহমুদউল্লাহ রিয়াদের ওপর নজর থাকবে। নামের ভারে এগিয়ে থাকা এই চার ক্রিকেটার নিজেদের দিনে একাই বরিশালকে জিতিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন। এছাড়া এ তালিকায় মোহাম্মদ আলী, জিমি নিশাম, তাওহিদ হৃদয় ও রিশাদ হোসেনদেরকেও রাখতে হবে। অর্থাৎ, বরিশাল একাদশের সবাইকে নিয়েই বিশেষ পরিকল্পনা সাজাতে হবে চিটাগং কিংসকে।

এদিক বিবেচনায় খানিকটা নির্ভার থাকতে পারে ফরচুন বরিশাল। চিটাগং কিংসের হয়ে টুর্নামেন্টজুড়ে পারফর্ম করেছেন শুধু গ্রাহাম ক্লার্ক, শামীম পাটোয়ারী, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম ও আলিস আল ইসলাম। অনিয়মিতভাবে ব্যাট হাতে রান এসেছে পারভেজ হোসেন ইমন, খাজা নাফে ও হুসেইন তালাতদের ব্যাটে। নিয়মিত পারফরমারদের মতো তারাও ফাইনাল জয়ের নায়ক হতে পারেন আজ। উসমান খান-হায়দার আলীরাও চিটাগংয়ের সাফল্যের অন্যতম কারিগর। ইনজুরির কারণে হায়দার থাকবেন না। অন্যদিকে উসমান ইতোমধ্যে ফিরেছেন দেশে। ফলে বরিশালের চেয়ে কম পারফরমার নিয়ে চিটাগংকে মাঠে নামতে হবে ফাইনালে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button