রাজনীতি

মৌলভীবাজারের সব আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

জেলা প্রতিনিধি, মৌলভীবাজারঃ মৌলভীবাজারে জাতীয় সংসদের চার আসনের সবক’টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

গতকাল রাতে দলটির অঞ্চল বৈঠকে সিলেট বিভাগের চার জেলার প্রার্থীদের নাম ঘোষণা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

জেলার চারটি আসনে জামায়াতের প্রার্থীরা হলেন- মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে জেলা জামায়াতের মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে জেলা জামায়াতের বর্তমান আমির ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী, মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনে সাবেক জেলা আমির ও কেন্দ্রীয় শূরা সদস্য আব্দুল মান্নান এবং মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. আব্দুর রব।

দলীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী সাংগঠনিক তৎপরতা শুরু করেছে জামায়াতে ইসলামী। নির্বাচনি প্রস্তুতির ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনেও দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। কেন্দ্র থেকে ঘোষিত দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করতে স্থানীয় নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button