রাজনীতি
‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দরে বিক্ষোভ মিছিল

সিনিয়র রিপোর্টার:
‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে রাজধানীর বিমানবন্দরে বিক্ষোভ মিছিল পড়েছে আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
উত্তরা ৪ নম্বর সেক্টর রেলগেট সংলগ্ন কসাইবাড়ি রেলগেট থেকে বিমানবন্দর মহাসড়ক পর্যন্ত এলাকায় শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে এ বিক্ষোভ মিছিলটি করা হয়।
ঢাকা-১৮ আসনের আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ব্যানের এ বিক্ষোভ মিছিলটি করা হয়। বিক্ষোভ মিছিলের একটি ভিডিও ফুটেজ পাওয়া যায়। ওই ভিডিওতে দেখা যায়, উত্তরখান থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিলন মিয়ার নেতৃত্ব দিচ্ছেন।
বিক্ষোভ মিছিলে শ্লোগানে শ্লোগানে বলা হয়, ‘জয় বাংলা, জয় বঙ্গুবন্ধু’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘কে বলেরে মুজিব নাই’ মুজিব সারা বাংলায়’, ‘এক মুজিব লুকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে’, ‘এ্যাকশন এ্যাকশন, ডাইরেক্ট এ্যাকশন’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আবার হাসবে’।
এ বিষয়ে ডিএমপু’র বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার মুক্তমনকে বলেন, ‘কসাইবাড়ি- বিমানবন্দর সড়কে ভোর সোয়া ৬টার দিকে আওয়ামীলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল ছিল। জাস্ট মিছিলটি দুই-তিন মিনিট মধ্যে শেষ করে দিয়েছে।’
ওসি তাসলিমা বলেন, ‘আমরা বিক্ষোভ মিছিলকারীদের শনাক্তসহ গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।’
অপরদিকে র্যাব-১ এর একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, বিক্ষোভ মিছিলটি র্যাব-১ এর আশেপাশে হয়নি। সেটি কাওলারের নির্জন এলাকায় হয়েছে।’
এদিকে সূত্র জানায়, ৫১ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মাসুদ সরকারের আপন বড় ভাই মামুন সরকার তুরাগ থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে আওয়ামীলীগ সন্ত্রাসীদের মিছিলটি হয়।
এদিকে আওয়ামীলীগের বিক্ষোভ কারণে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। যার কারণ শুক্রবার বিকেলে ‘জুলাইয়ের যুদ্ধক্ষেত্র উত্তরার মাটিতে আওয়ামীলীগের অতৎপরতার বিরুদ্ধে এবং আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে’ উত্তরার বিএনএস সেন্টারে আরেকটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।’