অর্থ-বাণিজ্য

খেলাপি ঋণের সময়সীমা বৃদ্ধি ও সুদহার কমানোর দাবি এফবিসিসিআইয়ের

অর্থনৈতিক রিপোর্টারঃ খেলাপি ঋণের সময়সীমা ছয় মাস থেকে বাড়িয়ে নয় মাস ও ব্যাংক ঋণের সুদহার সহনীয় পর্যায়ে রাখার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অনুরোধ জানিয়েছেন এফবিসিসিআই। রোববার এফবিসিসিআইয়ের একটি প্রতিনিধিদল গভর্নর ড. আহসান এইচ মনসুর সঙ্গে দেখা করে এ অনুরোধ জানান। বৈঠকে সংগঠনের পক্ষে নেতৃত্ব দেন এফবিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান।

বৈঠক এফবিসিসিআইয়ের পক্ষ থেকে বর্তমান পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক কার্যক্রমকে সুদৃঢ় ও বেগবান করতে সুদের হার স্থিতিশীল রাখা, ডলার যোগান স্বাভাবিক রাখা, ক্ষতিগ্রস্ত শিল্প কারখানায় পলিসি সহায়তা এবং ঋণ পরিশোধের মেয়াদোত্তীর্ণ বর্ধিতকরণসহ অনেকগুলো দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে এফবিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন, বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশি পণ্যের প্রতিযােগীতা সক্ষমতা ধরে রাখা ও বিনিয়োগের স্বার্থে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার স্থিতিশীল রাখার অনুরোধ জানানো হয়। একইসঙ্গে সুদের হার ক্রমান্নয়ে কমিয়ে আনাতে বলা হয়েছে।

তিনি বলেন, অপরিশোধিত ঋণের কিস্তি যে তারিখে পরিশোধে জন্য নিখারিত থাকবে সে তারিখ হতে পরবর্তী ৬ মাস অতিক্রম হওয়ার পর মেয়াদোত্তীর্ণ হবে। সেই সময় সীমা নয় মাস করার প্রস্তাব করা হয়েছে।

হাফিজুর রহমান বলেন, আমদানি-রপ্তানি উৎপাদন কার্যক্রমে নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে বাজারে বৈদেশিক মুদ্রার (ডলার) যােগান স্বাভাবিক রাখার পাশাপাশি বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখার অনুরোধ করছি। এছাড়া ক্ষতিগ্রস্থ শিল্প কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের স্বার্থে প্রয়ােজনীয় পলিসি সহায়তা প্রদান করার জন্য অনুরােধ করছি।

তিনি জানান, এসব অনুরোধের পরিপ্রেক্ষিতে গভর্নর আশ্বাস দিয়েছেন বিষয়গুলো বিবেচনা করে দেখা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button