অর্থ-বাণিজ্য

হারল্যান স্টোরের গিফট ভাউচার উদ্বোধন করলেন দীঘি

অথেনটিক কসমেটিকস শপিংয়ের অভিজ্ঞতাকে নতুন মাত্রায় নিয়ে যেতে হারল্যান স্টোর নিয়ে এলো গিফট ভাউচার। ১৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, বিকেল ৩টায়, রাজধানীর বনশ্রীর সি ব্লকে হারল্যান জোনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে গিফট ভাউচার উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেত্রী প্রাথনা ফারদিন দীঘি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হারল্যানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ গিয়াস উদ্দীন বিশ্বাসসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে দীঘি বলেন, “নিত্য নতুন উদ্ভাবনী দক্ষতার সাথে দেশের সব ধরনের মানুষের কাছে অথেনটিক কসমেটিকস আরও পণ্য পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে হারল্যান স্টোর। তারই ধারাবাহিকতায় এবার হারল্যান স্টোর নিয়ে এলো তাদের গিফট ভাউচার। এর ফলে ক্রেতারা খুব সহজেই তাদের প্রিয়জনকে উপহার দেয়ার জন্য অথবা নির্বিঘ্নে কেনাকাটার জন্য নিজেরাও এই ভাউচার ব্যবহার করতে পারবেন। আমি সত্যি খুবই আনন্দিত এরকম একটি আয়োজনের অংশ হতে পেরে।“

হারল্যানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ গিয়াস উদ্দীন বিশ্বাস বলেন, “হারল্যান বরাবরই গ্রাহকদের সুযোগসুবিধার ব্যাপারটিকে প্রাধান্য দিয়ে এসেছে। দেশজুড়ে বিভিন্ন লোকেশনে দেড় শতাধিক হারল্যান স্টোর ওপেন করে অথেনটিক পণ্য সবার কাছে সহজলভ্য করা থেকে নিয়ে আরও অনেক পরিষেবা নিয়ে এসেছে হারল্যান। আর এবারও গ্রাহকদের কথা মাথায় রেখে আমরা নিয়ে এসেছি গিফট ভাউচার। এর মাধ্যমে হারল্যান স্টোরের ক্রেতা সাধারণ তাদের কেনাকাটায় একটি বৈচিত্র্যময় অভিজ্ঞতার পাশাপাশি প্রিয়জনদের উপহার দেয়ার জন্যও একটি নতুন বিকল্প পাবেন।“

হারল্যান স্টোরের গিফট ভাউচার পাওয়া যাচ্ছে ৫০০, ১০০০ ও ২০০০ টাকার তিনটি বান্ডলে। এই গিফট ভাউচারগুলো ব্যবহার করে দেশজুড়ে যে কোন হারল্যান স্টোর ও হারল্যান জোন থেকে গ্রাহক তাঁর পছন্দের অথেনটিক পণ্যটি কিনতে পারবেন। নানান ধরণের সামাজিক ও পারিবারিক আয়োজনে একটি ব্যাতিক্রমি উপহারের মাধ্যম হিসেবে গিফট ভাউচারের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। হারল্যান স্টোরের অন্যান্য সেবার মত গিফট ভাউচারও ভোক্তাদের মাঝে ব্যাপক গ্রহণযোগ্যতা পাবে এমনটাই মনে করছেন সবাই।

উল্লেখ্য, রিমার্ক-হারল্যান বাংলাদেশে বিশ্বমানের কালার কসমেটিকস, স্কিনকেয়ার, হোম কেয়ার, বেবি কেয়ার এবং পার্সোনাল কেয়ার পণ্য উৎপাদনকারী ও বাজারজাতকারী একটি বহুজাতিক প্রতিষ্ঠান যা বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করার প্রয়াসে কাজ করে যাচ্ছে। নকল ও ভেজালমুক্ত পণ্য ব্যবহার করে দেশের মানুষ যাতে গ্লোবাল স্ট্যান্ডার্ড অফ লিভিং অনুযায়ী সবরকম সুযোগ সুবিধা পেতে পারে তাই রিমার্ক-হারল্যানের লক্ষ্য। এরই মধ্যে রিমার্ক অর্জন করেছে সম্মানজনক সিজিএমপি সনদ ও একাধিক দেশে পণ্য সরবরাহ করার এক্সপোর্ট অর্ডার।

রিমার্ক-হারল্যানের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন মেগাস্টার শাকিব খান, জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান, জনপ্রিয় চিত্রনায়িকা পরিমনি, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, তানজিন তিশা, নাজিফা তুষি, সাবিলা নূর, কেয়া পায়েল, প্রার্থনা ফারদিন দিঘী, পূজা চেরি, ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও সিয়াম আহমেদের মত জনপ্রিয় ও দর্শকনন্দিত মিডিয়া ব্যক্তিত্ব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button