অপারেশন ডেভিল হান্ট, নারায়ণগঞ্জে গ্রেপ্তার ২৭
![](/wp-content/uploads/2025/02/ng-1_NpjE4bw-780x470.webp)
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জে চলমান অপারেশন ডেভিল হান্টে ৯ জনসহ বিভিন্ন মামলায় ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা মামলার অভিযুক্ত আসামি ৯ জন। এছাড়াও বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্তসহ ১৮ আসামিসহ ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের এসপি (ডিবি) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করে জানান, অপারেশন ডেভিল হান্টের আওতায় জেলার বিভিন্ন থানায় ৯ জন গ্রেপ্তার হয়েছে। এরা জেলায় অস্থিতিশীলতা সৃষ্টি ও পরিকল্পনাকারী।
গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লা থানার আওয়ামী লীগ কর্মী তানভীর বাবু (৪০), আড়াইহাজার থানা ছাত্রলীগের সহ-সভাপতি নয়ন (২৮), বন্দর থানার আওয়ামী লীগের সক্রিয় সদস্য খোকন মিয়া (৫২), ঢাকা জেলা শ্রমিক লীগ সভাপতি আলী আজগর ভুঁইয়া (৩৮), কলাগাছিয়া ইউপির চেয়ারম্যান জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি দেলোয়ার হোসেন প্রধান (৬৬), আড়াইহাজার থানার গোপালদী পৌরসভা আওয়ামী লীগের ধর্ম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন (৫০), ব্রাহ্মন্দী ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি সোহেল (৪৬) ও রিফাত হোসেন (২৭)।