জাতীয়

কোরআন-হাদীস ছাড়া রাষ্ট্রে শান্তি আসবে না: মামুনুল হক

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, সবাই শান্তি প্রতিষ্ঠা করতে চায় পরিবার, সমাজ ও রাষ্ট্রে তবে মানব রচিত সংবিধান দিয়ে শান্তি আসবেনা আসতে পারেনা। কোরআন-হাদিস ব্যতীত সমাজ ও রাষ্ট্রে শান্তি আসতে পারে না।

তিনি শুক্রবার রাতে কামরাঙ্গীর চর খোলামোড়া ঘাট জামিয়া ইসলামিয়া মারকাজুল আজিজ এর খতমে বোখারি উপলক্ষে আয়োজিত মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন। এসময় ৪০ জনকে আলেম ও সাতজনকে মুফতি হিসেবে পাগড়ি প্রদান করা হয়।
তিনি বলেন, আওয়ামী লীগ গত ১৬ বছরে দেশের জনগন ও আলেম সমাজের ওপর জুলুম নির্যাতন করে দেশ থেকে পালিয়ে গেছে। তারা এ দেশে রাজনীতি করতে হলে ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে তাদেরকে মুসলমান ও ঈমানদার হয়ে রাজনীতি করতে হবে।

মুফতি ফখরুল ইসলাম বলেন সৈ্বর শাসক দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু তাদের দোষর ও দালালরা এখনো ঘাপটি মেরে বসে আছে। যারা সৈ্বর শাসককে ক্ষমতায় থাকার জন্য গত নির্বাচনে অংশ গ্রহণ করে সহযোগিতা করেছে তাদেরকে সারা দেশ থেকে বয়কট করতে হবে এবং আগামী নির্বাচনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

জামিয়া ইসলামিয়া মারকাজুল আজিজ কামরাঙ্গীর ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি ফখরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুলতানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-আহবায়ক আলহাজ্ মনির হোসেন।

আরও বক্তব্য রাখেন মারকাজুল আজিজ মাদরাসার ভাইস প্রিন্সিপাল হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা ইয়াহইয়া বিন নজরুল, মাওলানা তরিকুল ইসলাম, হাফেজ মাওলানা হাসান সিদ্দিকী ও মুফতি রাশেদুল ইসলাম।

উপস্থিত ছিলেন শায়খুল হাদিস মাওলানা আবুল কাসেম কাসেমী, মাওলানা আহমদ আলী কামেমী, মুফতি এনায়েত উল্লাহ হাফেজ্জী ও মুফতি মামুনুর রশীদ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button