জাতীয়

ঘুষ নেয়ার মামলায় কারাগারে বিএসইসি চেয়ারম্যান, রিমান্ড শুনানি বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ পৌনে চার কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সাথে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অপর এক মামলায় ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরকেও কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এর আগে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে শিবলী রুবাইয়াত ও ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরে ১০ দিন করে রিমান্ড আবেদন করে দুদক।

এদিন আদালতে দুদকের পক্ষে শুানানি করেন প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। তিনি বলেন, বিএসইসি সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত এবং ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদকে আদালতে হাজির করা হয়। এরপর তাদের দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করে তদন্তকারী কর্মকর্তা। তবে আসামি পক্ষের আইনজীবীর কাছে যথাযথ নথি না থাকায় বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন আদালত। পরে তাদের দু’জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

দুদকের মামলায় ঘুষ গ্রহণের অভিযোগে বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরে ১০ দিন করে রিমান্ড আবেদন করেছে দুদক। কিন্তু আসামিপক্ষের আইনজীবীর কাছে রিমান্ড বাতিল আবেদন ও জামিন আবেদনের যথাযথ নথি না থাকায় আগামীকাল শুনানি হবে। দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) পৌনে চার কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে বিএসইসি সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত সহ ৬ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থাটির ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মাসুদুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এ মামলায় এজাহারভুক্ত অপর আসামিরা হলেন- মোনার্ক হোল্ডিং ইনকর্পোরেশনের চেয়ারম্যান জাবেদ এ. মতিন, ঝিন বাংলা ফেব্রিক্সের মালিক আরিফুল ইসলাম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এফএভিপি ইসরাত জাহান, ভাইস প্রেসিডেন্ট ও শাখার অপারেশন ম্যানেজার ইকবাল হোসেন ও ব্যাংকটির অডিট অ্যান্ড ইনপেকশন ডিপার্টমেন্ট এবং সাবেক শাখা ব্যবস্থাপক সৈয়দ মাহবুব মোরশেদ।

এর আগে গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শিবলীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button