জাতীয়

বাঁশখালীতে দেশী অস্ত্রসহ ১২ জলদস্যু আটক

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম) চট্টগ্রামের বাঁশখালীতে কোস্ট গার্ড বিশেষ অভিযান চালিয়ে ১৬টি দেশীয় অস্ত্রসহ ১২ জলদস্যুকে আটক করেছে।

শনিবার মধ্যরাতে উপজেলার গন্ডামারা ইউনিয়নের খাটখালী নদীর মোহনায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন মো. রফিক (৪২), শহিদুল (২০), মো. টিপু (২২), মো. শাহাদাত (২৮), আমির (১৮), আরাফাত হোসেন (১৮), মো. রিদোয়ান (২২), নুরুল আবসার (২৪), আমির হোসাইন (২২), মোরশেদ (২২), আরিফ (১৯) ও নূর মোহাম্মদ (৫১)। তারা সকলেই মহেশখালী ও বাঁশখালীর বাসিন্দা।
বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মকর্তা লে: কমান্ডার বিএন মো. সিয়াম উল-হক জানান, বাঁশখালী উপজেলার খাটখালি নদীর মোহনায় সন্দেহভাজন একটি কাঠের বোট দৃষ্টিগোচর হলে কোস্ট গার্ড বোটটিকে থামানোর সংকেত দেয়। এ সময় বোটটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্ট গার্ড ধাওয়া করে বোটটিকে আটক করতে সক্ষম হয়। আটক বোটটি তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত ১৬ টি দেশীয় অস্ত্র যার মধ্যে ছুরি পাঁচটি, চাপাতি ছয়টি, শাবল পাঁচটি, দু’টি হাতুড়িসহ ১২জন ডাকাতকে আটক করা হয়।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ডাকাত দলের মূলহোতা মো. রফিক (৪২) এর নেতৃত্বে উক্ত ডাকাত দলটি চট্টগ্রামস্থ বাঁশখালী থানাধীন খাটখালি ঘাট হতে বোটযোগে ডাকাতির উদ্দেশ্যে চট্টগ্রামের বাঁশখালী বহিঃনোঙ্গরে গমন করে। ওই ডাকাত দল সমুদ্রে অবস্থানরত বিভিন্ন জেলেদের বোট এবং বাণিজ্যিক জাহাজের পাইরেসির সাথে সম্পৃক্ত বলে জানান ওই কর্মকর্তা।

লে: কমান্ডার মো. সিয়াম উল-হক আরও বলেন, ‘সমুদ্রে সার্বিক নিরাপত্তা রক্ষার্থে ভবিষ্যতেও কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত সকল আলামতসহ আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button