ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ঢাবিতে বিক্ষোভ
প্রতিনিধি, ঢাবিঃ ভারতের ব্যাঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পরে হত্যার ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত বিচার দাবি ও ওই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বাংলাদেশি নারীকে ধর্ষণের পরে হত্যার ঘটনায় এখন পর্যন্ত ভারতের হাইকমিশনারের কাছে জবাব না চাওয়ার কারণে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এর ব্যাখ্যা দিতে বলেন। পাশাপাশি এ ঘটনার বিচার নিশ্চিত না হলে রাজপথে থাকার হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মিতু আক্তার বলেন, আমরা ভারতের আগ্রাসন কখনোই মেনে নিবো না। আমরা এখন ভারতের বিপক্ষে কথা বলতে ও ভারতকে ছাড়া চলতে জানি। আমরা চাই অতি দ্রুত ওই ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার করা হোক এবং অপরাধীকে ফাঁসিতে ঝুলানো হোক।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজের সমন্বয়ক মো. আফজাল হোসেন রাকিব বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারত কোনো আগ্রাসনের আগে যেন এক শতবার ভাবে। বাংলাদেশ থেকে বলতে চাই, ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার করেন। ফেলানীসহ যত তরুণীর হত্যাকাণ্ড হয়েছে তাদের বিচার করেন। বাংলাদেশে আধিপত্য বিস্তারের চেষ্টা চালালে জনগণ বিন্দুমাত্র ছাড় দেবে না।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেলের সেল সম্পাদক জাহিদ আহসান বলেন, ভারতের ব্যাঙ্গালুরুতে বাংলাদেশি নারী হত্যাকাণ্ডের অনেক সময় পেরিয়ে গেলেও পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কর্তৃপক্ষকে বা বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের কাছে এখনো কোনো জবাব চাননি। জুলাই গণঅভ্যুত্থানের পরে সকল নতজানু পররাষ্ট্রনীতির বিরোধিতা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি ব্যাঙ্গালুরুর রামমূর্তি লেকে থেকে এক বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করা হয়। দেশটির পুলিশের ধারণা, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।