জাতীয়

‘যারা ছাত্র-জনতাকে হত্যা করেছে তারা গণমানুষের শত্রু’

সিলেট জেলা প্রতিনিধিঃ সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, পশ্চিম পাকিস্তানিরা ৭০ সালের নির্বাচনে ক্ষমতা হস্তান্তর না করে চাপিয়ে দিল যুদ্ধ। সে যুদ্ধে তারা অসংখ্য নিরীহ মানুষকে হত্যা করেছে। ক্ষমতা চিরস্থায়ী করার বাসনায় একই কায়দায় যারা ছাত্র-জনতাকে হত্যা করেছে তাদের ভাষা সংস্কৃতি এক হলেও তারা গণমানুষের শত্রু।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষ্যে সিলেটে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) দেবজিৎ সিংহ, অতিরিক্ত ডিআইজি (এডমিন এন্ড ফিন্যান্স) মো. আজিজুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।

বাংলাদেশ প্রতিষ্ঠার একটি রক্তাক্ত অধ্যায় রয়েছে,আন্দোলন-সংগ্রাম ও রক্তপাতের মাধ্যমে অর্জিত দেশে আমরা এখনো ঐক্যবদ্ধ হতে পারিনি। এ ব্যর্থতা পুরোপুরি নেতৃত্বের।

তিনি আরো বলেন, বাইরের কেউ না থাকলেও একইভাবে এখনো রাজপথে রক্ত দিতে হচ্ছে। ‌ ছাত্র-জনতাকে হত্যা করছে একই পাকিস্তানি-ব্রিটিশ কায়দায় নির্মমভাবে। আর কতদিন এরকম অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে যাবে দেশ বলে বিস্ময় প্রকাশ করেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।

পরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষ্যে সিলেটে জেলা প্রশাসন, শিশু ও শিল্পকলা একাডেমি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন বিভাগীয় কমিশনার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button