জাতীয়

যেভাবে ধরা খেলেন আওয়ামী লীগের ২ ‘ডেভিল’

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর) বহুতল ভবনের চতুর্থ তলায় দুই মাস ধরে থাকছিলেন সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি মো. চয়ন ইসলাম। একই বাড়িতে আত্মগোপনে ছিলেন যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম। তবু রেহাই মেলেনি তাদের। অপারেশেন ডেভিল হান্টে পুলিশের হাতে ধরা খেলেন এই দুই নেতা।

রোববার রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মাটির মসজিদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার চয়ন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চর নবীপুর গ্রামের মাযহারুল ইসলামের ছেলে। তিনি সিরাজগঞ্জ-৬ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন নিয়ে বিজয়ী হয়েছিলেন।

জাহাঙ্গীর শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা পশ্চিমপাড়া এলাকার হোসেন আলীর ছেলে। তিনি শ্রমিকলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

গাজীপুরের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মো. আফজাল হোসেন খান বলেন, চয়নের বিরুদ্ধে শাহজাদপুর থানায় দুটি মামলা রয়েছে। তাকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া জাহাঙ্গীরের কাছে বেশ কিছু ইয়াবা ও সেবনের সরঞ্জাম পাওয়া গেছে।

স্থানীয়রা জানায়, চয়নের ছেলে শ্রীপুরের প্রেজড হারবার ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেন। একই স্কুলে পড়াশোনা করেন পাঁচতলা বাড়ির মালিক খাইরুল ইসলামের ছেলে। সেই সুবাদে স্ত্রীকে নিয়ে দুই মাস আগে ওই বাড়িতে ওঠেন চয়ন। এছাড়া আগে থেকেই জাহাঙ্গীরের সঙ্গে সখ্য ছিল চয়নের। এজন্য জাহাঙ্গীরও এখানে আত্মগোপনে থাকেন। একই সঙ্গে মাদক ব্যবসা চালিয়ে যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button