জাতীয়

শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে বিএনপি-ছাত্রদল সংঘর্ষ, আহত ২

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে ছাত্রদল ও বিএনপির একটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার বিজয়নগর উপজেলার শহীদ মিনারে এ ঘটনা ঘটে। এতে দুইজন আহত হয়েছে। তারা হলো—বিল্লাল হোসেন ও জীবন মিয়া। তারা উভয়েই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

জানা যায়, উপজেলা ছাত্রদল ফুল দিতে গেলে বিএনপির একটি পক্ষ আগে ফুল দিতে চায়। এ সময় কে আগে ফুল দেবে তা নিয়ে তর্কের এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জানায়, আহত দুইজনের একজনের পেট ও পিঠে তিনটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

উপজেলা বিএনপির সভাপতি জমির হোসেন দস্তগীর বলেন, ছাত্রদলের নেতারা ফুল দিতে গেলে কবির গ্রুপ অপেক্ষা না করে তারাও একই সময় আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিয়ে ফুল দিতে যায়। তখন ছাত্রদলের নেতারা প্রতিবাদ করলে হাতাহাতি হয়। এ ঘটনায় একজন আহত হয়েছে শুনেছি।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ রওশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ও আমার অফিসাররা উপস্থিত থেকে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button