বিশ্ব

অভিবাসী ফেরত না নেওয়ায় কলম্বিয়ার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিম অংশে অবস্থিত কলম্বিয়ার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সব পণ্যের ওপর এই শুল্ক আরোপ করা হয়। কলম্বিয়ান প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো নির্বাসিত অভিবাসীদের ফেরত আনা দুটি মার্কিন সামরিক প্লেনকে অবতরণে বাধা দেওয়ার পরই এই পদক্ষেপ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে এই শুল্ক ৫০ শতাংশে উন্নীত করা হবে। এ ছাড়া কলম্বিয়ার কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা, কাস্টমস পরীক্ষার কঠোরতা এবং জাতীয় নিরাপত্তার অজুহাতে তাদের কার্গোতে অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করা হবে। এই ব্যবস্থাগুলো কেবল শুরু। আমরা কলম্বিয়াকে তাদের বাধ্যবাধকতা পালন করতে বাধ্য করবো।
এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সব পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কলম্বিয়াও। অভিবাসীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে সম্মানজনক আচরণের ওপর জোর দিয়ে কলম্বিয়ান প্রেসিডেন্ট বলেছেন, আমাদের নাগরিকদের বেসামরিক প্লেনে ফিরিয়ে আনতে হবে। প্রয়োজনে তার নিজস্ব প্লেন ব্যবহারেরও প্রস্তাব দেন তিনি। কলম্বিয়াতে ১৫ হাজার ৬৬৬ জন অবৈধ মার্কিন নাগরিক অবস্থান করছেন। সূত্র: বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button