বিশ্ব

কুর্দি যোদ্ধা ও প্রতিরক্ষা চুক্তি নিয়ে এরদোগান-শারার বৈঠক

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে বৈঠক করেছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত এ বৈঠকে দুদেশের নিরাপত্তা সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে উত্তর-পূর্ব সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের বিষয়ে।

মঙ্গলবারের এই সফরটি আনুষ্ঠানিকভাবে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আল-শারার দ্বিতীয় বৈদেশিক সফর। চলতি সপ্তাহের শুরুতে রিয়াদে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেছিলেন তিনি।

আঙ্কারায় এক যৌথ সংবাদ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, সশস্ত্র গোষ্ঠী আইএসআইএল (আইএসআইএস) এবং উত্তর-পূর্ব সিরিয়ায় অবস্থিত কুর্দি যোদ্ধাদের প্রতিরোধে তুর্কি সরকার সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করবে। এরদোগান বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আল-শারার দৃঢ় অঙ্গীকারের জন্য তার প্রতি সন্তুষ্ট তিনি। তাই দায়েশ বা পিকেকে যাই হোক না কেন সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে সিরিয়াকে প্রয়োজনীয় সহায়তা করবে তুরস্ক।

সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট আল-শারা বলেছেন, এই অঞ্চলে নিরাপত্তা হুমকি মোকাবিলা এবং সিরিয়া ও তুরস্কের স্থায়ী নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্কের সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলার জন্য কাজ করছে সিরিয়া। আর তাই এরদোগানকে সিরিয়ায় আমন্ত্রণও জানিয়েছেন।

সিরিয়ায় আইএসআইএলের বিরুদ্ধে লড়াইরত আমেরিকার নেতৃত্বাধীন জোটের মূল মিত্র হিসেবে এসডিএফ এখনো রয়ে গেছে। কিন্তু আল-আসাদের পতনের পর থেকে তুর্কি কর্মকর্তারা ক্রমবর্ধমানভাবে অভিযানের দায়িত্ব নেওয়ার জন্য চাপ দিচ্ছেন।

বৈঠকের পর এরদোগান আল-আসাদের শাসনামলে সিরিয়ার ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য চাপ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। এরদোগান বলেছেন, আরব ও মুসলিম দেশগুলোর জন্য নতুন দামেস্ক সরকারকে আর্থিকসহ সব ধরনের সমর্থন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে নিজ দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন আল-শারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button