রিজার্ভ থেকে আবারও বিলিয়ন ডলার চুরির খবর ভুয়া: বাংলাদেশ ব্যাংক
মুক্তমন রিপোর্ট : ভারতের একটি অনলাইন পোর্টালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে আবারও বিলিয়ন ডলার চুরির যে সংবাদ প্রকাশ হয়েছে, সেটিকে ‘ভুয়া খবর’ বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, রিজার্ভ থেকে আবারও বিলিয়ন ডলার চুরি হয়েছে, ভারতীয় একটি পত্রিকার এমন খবর ভিত্তিহীন এবং ভুয়া।
উল্লেখ্য, মঙ্গলবার (১৪ মে) ‘চলতি মাসে বাংলাদেশ ব্যাংকের কোটি কোটি ডলার চুরির পেছনে কি ভারতীয় হ্যাকাররা জড়িত?’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে ভারতের একটি অনলাইন নিউজ পোর্টাল। সেখানে বলা হয়< অজ্ঞাতপরিচয় সন্দেহভাজন ভারতীয় হ্যাকাররা ডিজিটাল উপায়ে প্রায় এক সপ্তাহ আগে বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক বিলিয়ন ডলার চুরি করেছে। দুই দেশের নিরাপত্তা সংস্থাগুলো ‘চাঞ্চল্যকর’ চুরির বিষয়ে অবগত এবং তারা নীরবে এ ঘটনার তদন্ত করছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৬ সালের পর এই দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ঢুকে হ্যাকাররা ব্যাপক আর্থিক ক্ষতি করেছে। তবে ভারতীয় ওই নিউজ পোর্টালের এমন দাবি ভুয়া বলে নাকচ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।