প্রথম বিদেশ সফরে সৌদি যাচ্ছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে সৌদি আরব যাচ্ছেন আহমেদ আল-শারা।
প্রেসিডেন্টের কার্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানিয়েছে, আল-শারা দুদিন সৌদি আরবে থাকবেন এবং দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করবেন। তার এই সফরে সঙ্গী হিসেবে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী আসাদ বলে আশা করা হচ্ছে।
গত বছরের ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতের নেতৃত্বদানকারী ইসলামপন্থি গোষ্ঠী শারাকে বুধবার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয়।
অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হওয়ার পর সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল-শারাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন এবং তার সাফল্য কামনা করেছেন।
সিরিয়ার কর্তৃপক্ষ তাদের যুদ্ধবিধ্বস্ত জাতির পুনর্গঠন এবং এর অর্থনীতি পুনরুজ্জীবিত করার জন্য ধনী উপসাগরীয় দেশগুলোর উপর নির্ভর করছে।
গত সপ্তাহে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান দামেস্ক সফর করেন এবং আসাদের শাসনামলে সিরিয়ার ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার নিশ্চিত করতে সহায়তার প্রতিশ্রুতি দেন।
ডিসেম্বরে আসাদকে উৎখাতের পর থেকে নতুন সিরিয়ার কর্তৃপক্ষ নিয়মিতভাবে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছে।