খেলা-বিনোদন

পারিশ্রমিক ছাড়াই ফিরলেন রাজশাহীর বিদেশিরা

স্পোর্টস রিপোর্টারঃ বিপিএলের প্লে-অফে ওঠেনি দুর্বার রাজশাহী। ফলে পারিশ্রমিক হাতে নিয়ে হোটেল ছেড়ে নিজ দেশে ফিরে যাবেন বিদেশি ক্রিকেটাররা। এটাই স্বাভাবিক। গতকাল সকাল থেকে নিজ দেশে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন বিদেশিরা। তবে ক্রিকেটারদের পারিশ্রমিক না দিয়ে হুট করেই লাপাত্তা দুর্বার রাজশাহীর মালিক শফিকুর রহমান! রোববার সারাদিন তার খোঁজ পাননি ক্রিকেটাররা। ফলে হোটেলে একরকম বন্দি হয়েছিলেন ক্রিকেটাররা। পাঁচ বিদেশি ক্রিকেটারের পাশাপাশি বেশ কয়েকজন টিমবয়ও ছিলেন তাদের সঙ্গে। বিদেশি ক্রিকেটারদের পাশাপাশি হেড কোচ ইজাজ আহমেদ ও সহকারী কোচ রাও ইফতেখার ছিলেন টিম হোটেলে।

প্লে-অফে উঠবে এমন আশা থাকায় রাজশাহী দলের সঙ্গে টিম হোটেলে ছিলেন পাঁচ বিদেশি ক্রিকেটার। তারা হলেনÑ রায়ান বার্ল, মোহাম্মদ হ্যারিস, আফতাব আলম, মিগুয়েল কামিন্স ও মার্ক দেয়াল। শনিবার রাতে রাজশাহীর ছিটকে যাওয়া নিশ্চিত হওয়ায় রোববার পারিশ্রমিকের ২৫ শতাংশ হাতে নিয়ে দেশে ফেরার কথা ছিল তাদের। কিন্তু পারিশ্রমিক ছাড়াই গতকাল রাতে দেশে ফিরে যেতে হয়েছে তাদের। বিমান টিকিট হাতে পেলেও কোনো অর্থ পাননি বিদেশিরা। বিষয়টি নিয়ে বিদেশি ক্রিকেটাররা বিসিবির সঙ্গে যোগাযোগ করেছেন। তবে বিসিবি থেকে তাদের কী জানানো হয়েছে, সেটা বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন তারা।

দৈনিক আমার দেশের পক্ষ থেকে দুর্বার রাজশাহীর জিম্বাবুইয়ান তারকা রায়ান বার্লের সঙ্গে যোগাযোগ করা হলে রোববার সন্ধ্যায় তিনি বলেন, ‘টিকিট হাতে পেয়েছি। কিন্তু এটা আসল টিকিট কি না, নিশ্চিত না।’ তার এ ছোট কথায় স্পষ্ট, রাজশাহীর মালিকের কোনো কথাতেই তারা নির্ভার থাকতে পারছেন না। এ ছাড়া দলটির আরেক বিদেশি ক্রিকেটারের এজেন্ট দৈনিক আমার দেশকে জানান, তারা পারিশ্রমিকের ব্যাপারে রাজশাহীর টিম ম্যানেজমেন্টের কাছ থেকে কোনো ধরনের তথ্য পাননি। ক্রিকেটাররাও ২৫ শতাংশের পর আর কোনো পারিশ্রমিক পাননি। তবে দেশে ফেরার জন্য বিমানের টিকিট পেয়েছেন।

বিষয়টি নিয়ে বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘যুব ও ক্রীড়া উপদেষ্টা যে সিদ্ধান্ত দিয়েছেন, সেটাই বিসিবির সিদ্ধান্ত। রাজশাহী পারিশ্রমিক পরিশোধ না করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ গত শনিবার বিসিবি কার্যালয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, রাজশাহী ও চট্টগ্রাম দলকে সতর্ক করা হয়েছে। তারা পারিশ্রমিক না দিলে বিসিবি আইন অনুযায়ী ব্যবস্থা নেবে । সে সিদ্ধান্তে অটল আছে বিসিবি। তবে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে বিসিবি সাময়িক কোনো ব্যবস্থা নেয়নি। বিপিএলের চট্টগ্রামে পর্বে দুর্বার রাজশাহীর এ সমস্যা সমাধানের সঙ্গে জড়িত থাকা বিসিবি পরিচালক মনজুর আলম দৈনিক আমার দেশকে জানান, তিনি পারিবারিক অনুষ্ঠানে থাকায় বিষয়টি নিয়ে কিছুই জানেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক বিসিবি পরিচালক দৈনিক আমার দেশকে জানান, ‘রাজশাহীকে পারিশ্রমিক পরিশোধ করতেই হবে। এতে কোনো মাফ নেই। গতকাল (শনিবার) বোর্ড আর উপদেষ্টার সঙ্গে বৈঠকে বলে গেছে কালই টাকা দিয়ে দেবে। আজ (গতকাল) শুনি তারা টাকা না দিয়ে গা ঢাকা দিয়েছেন। এমন করলে আসলে আমাদের দেশের ভাবমূর্তি ক্রমাগত নষ্ট হতেই থাকবে। আমি যেহেতু বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য না, তাই আপাতত বলতে পারছি না তারা আসলে কী সিদ্ধান্ত নেবে। তবে এ ঝামেলা যত দ্রুত সম্ভব মেটানো উচিত।’

দলের পারিশ্রমিক ইস্যুতে পুরো দেশ তোলপাড় হয়ে গেলেও কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি দুর্বার রাজশাহীর টিম ম্যানেজমেন্টের সঙ্গে। দলটির ম্যানেজার মেহেরাব হোসেন অপি, অপারেশনস ইনচার্জ জায়েদ আহমেদদের ফোনে পাওয়া যায়নি। তবে জানা গেছে, ক্রিকেটারদের সঙ্গে তারাও টিম হোটেলে ছিলেন। কিন্তু তবুও ক্রিকেটাররা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। পারিশ্রমিক ইস্যুতে কিছু জানানো না হলেও শেষ পর্যন্ত বিকাল সাড়ে ৪টার পর রাজশাহীর মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, বিদেশি ক্রিকেটারদের দেশে ফেরত যাওয়ার বিমান টিকিট দেওয়া হয়েছে। রাজশাহীর কাছ থেকে টিকিট পাওয়ার আগে অবশ্য ক্রিকেটাররা নিজ নিজ দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করে টিকিটের ব্যবস্থা করেছিল। শেষ পর্যন্ত রাজশাহীর দেওয়া টিকিটেই নিজ দেশে ফেরত গেছেন ক্রিকেটাররা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button