খেলা-বিনোদন
পাকিস্তানের দল নির্বাচনে রাজনৈতিক বিবেচনা-তদবির
স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচনে শুদ্ধতা খুঁজে পাচ্ছেনা না দেশটির সাবেক ২ ক্রিকেটার রশিদ লতিফ ও তানভীর আহমেদ। তাদের দাবি, আয়োজকদের দল বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা ও তদবির প্রাধান্য পেয়েছে।
ফাহিম আশরাফ ও খুশদিল শাহ’র চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাওয়াকে স্বাভাবিকভাবে নিতে পারছেন না লতিফ ও খুশদিল।
সাবেক অধিনায়ক লতিফ বলেন, ‘আমার কাছে এটাকে রাজনৈতিক বাছাই বলে মনে হচ্ছে। ফাহিম আশরাফ সাম্প্রতিক সময়ে এমন কিছু করেনি যা তাকে দলে জায়গা দিতে পারে। ওর রেকর্ডও তো আশা দিতে পারে না। খুশদিল শাহ’র জন্যও বিষয়গুলো একইরকম।’
পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে তানভীর বলেন, ‘নিজেদের কন্ডিশনে খেলার জন্য আমরা এমন দল নির্বাচন করেছি যা দেখে তামাশা মনে হচ্ছে।’