শিরোপা ধরে রাখল ভারতের মেয়েরা
স্পোর্টস ডেস্কঃ মালয়েশিয়ার মাটিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়েছে এশিয়ার দলটি।
প্রোটিয়াদের হারিয়ে টুর্নামেন্টের শিরোপা ধরে রাখল ভারত। আর এ বয়সভিত্তিক বৈশ্বিক টুর্নামেন্টের প্রথম দুই আসরের শিরোপাই ঘরে তুলল তারা।
কুয়ালালামপুরে আগে ব্যাট করতে নেমে ইনিংসের শেষ বলে ৮২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ২৩ রান করেন ভ্যান ভোর্স্ট। ১৬ রান আসে জিমা বোথার ব্যাট থেকে। ১৫ রানে ৩ উইকেট নেন গঙ্গাদি তৃষা
কুয়ালালামপুরে আগে ব্যাট করতে নেমে ইনিংসের শেষ বলে ৮২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ২৩ রান করেন ভ্যান ভোর্স্ট। ১৬ রান আসে জিমা বোথার ব্যাট থেকে। ১৫ রানে ৩ উইকেট নেন গঙ্গাদি তৃষা।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ নারী দল: ৮২/১০ (২০ ওভার)
ভ্যান ভোর্স্ট ২৩, জিমা বোথা ১৬
তৃষা ৩/১৫
ভারত অনূর্ধ্ব ১৯ নারী দল: ৮৪/১ (১১.২ ওভার)
তৃষা ৪৪, সানিকা ২৬
কাইলা রেইনেকে ১/১৪
ফল: ভারত ৯ উইকেটে জয়ী।