জাতীয়

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীসহ নিহত ৩

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম) চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীসহ ৩ জন নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সাড়ে ৭টায় সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরী ঘাটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিপ ব্রেকিং ইয়ার্ডের তামা পিতল ব্যবসায়ী নুরুল আলম প্রকাশ চাঁন মিয়া( ৬০) নিহত হন।

ব্যবসায়ী নুরুল আলম মোটরসাইকেল যোগে বাঁশবাড়ীয়ায় একটি মাহফিলে যাচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি বাস মোটরসাইকেল পেছনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। নিহত ওই ব্যবসায়ীর গ্রামের বাড়ি ঢাকা দোহার এলাকার দলিল উদ্দিন শিকদারের ছেলে।

অপরদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সন্ধ্যা ৭টায় বাঁশবাড়িয়া ইউনিয়নের কৌট্টাবাজার এলাকায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ফলের দোকানে ঢুকে গেলে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

নিহতরা হলেন- উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া এলাকার আব্দুস সালামের ছেলে মাইদুল ইসলাম মানিক (৩৫), জেসমিন আক্তার (২৬) এবং- আহতরা হলেন নিহত জেসমিনের দুই বছরের শিশু পুত্র ও বাঁশবাড়িয়া কোট্টা এলাকার নাসিমের ছেলে কলেজ পড়ুয়া ছাত্র সানজিত(২০)। আহত দুজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সীতাকুণ্ডের বার-আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মবিন বলেন, মহাসড়কের একটি পিকআপ দোকানে ঢুকে গিয়ে এক নারী ও এক পুরুষ পথচারী নিহত হয়। একই ঘটনায় শিশুসহ এক ছাত্র আহত হয়। আমরা পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে আসছি এবং আহতদের উদ্ধার করে স্বাস্থ্য হাসপাতালে প্রেরণ করেছি। অন্যদিকে মহাসড়কের সোনাইছড়ি চৌধুরীঘাটা এলাকায় লরি চাপা পড়ে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button