রাজনীতি

আওয়ামী লীগ শিক্ষা প্রতিষ্ঠানে জয় বাংলা মুখস্থ করাতো: এ্যানি

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুরঃ বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগ শিক্ষাপ্রতিষ্ঠানে জয় বাংলা মুখস্থ করাতো। মুজিববাদ মুখস্থ করাতো, বঙ্গবন্ধু মুখস্থ করাতো। কিন্তু যে ছাত্রদেরকে বানানোর জন্য এতো কিছু করলো, সে ছাত্ররা গেল কই। জোর করে কোন কিছু আদায় যায় না, হৃদয়ে থাকা লাগে। হৃদয়ে শেখ হাসিনার নাম থাকবে না। হৃদয়ে শেখ মুজিবের নাম থাকেনি। হৃদয়ে জিয়াউর রহমানের নাম এমনিতেই চলে আসে। যেহেতু তিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন।

বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগকে ক্ষমা করার সুযোগ নেই। তারা যে অত্যাচার-নির্যাতন করেছে, হাসিনা নিষিদ্ধ হয়ে গেছে, নিষিদ্ধ হয়ে যাবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে। তারপরও একটা নির্বাচন যদি হয়, সংসদে বসে জনগণের সমর্থন নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে অফিসিয়ালি নিষিদ্ধ করা এটি আমাদেরও দাবি। এটা আমরা চাই।

লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমি পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম লিটনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অঃ দাঃ) মোহাম্মদ দিদার হোসেন, লক্ষ্মীপুর বিআরডিবির চেয়ারম্যান নিজাম উদ্দিন ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও জেলা কৃষক দলের সহ-সভাপতি বদরুল ইসলাম শ্যামল প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button