জাতীয়

ডেভিল হান্ট অপারেশনে ১৪ জেলায় গ্রেপ্তার ১৬৪

মুক্তমন ডেস্কঃ সারাদেশে শুরু হওয়া ডেভিল হান্ট অপারেশনের দ্বিতীয় দিনে ১৪ জেলায় ১৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়। ভোলায় ১৪, হবিগঞ্জে ২, চুয়াডাঙ্গায় ৩, রংপুরে ৩১, কুমিল্লায় ৯, মানিকগঞ্জে ৭, সুনামগঞ্জে ৬, নেত্রকোনায় ২৯, বাগেরহাটে ২৭, রাঙামাটি ৮, নারায়ণগঞ্জে ১৯, হাতিয়া ৪, খাগড়াছড়ি ৮ ও সিলেটে একজনকে গ্রেপ্তার হয়েছে। এসব জেলা থেকে দৈনিক আমার দেশ প্রতিনিধিদের পাঠানো খবর-

ভোলা: ভোলায় অপারেশন ডেভিল হান্ট’ এর আওতায় অভিযান পরিচালনা করে নাশকতায় আশঙ্কায় ১৪ জনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। সোমবার ভোর রাতের দিকে সদরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

কোস্টগার্ড জানায়, ভোলা সদর উপজেলার ১৩ ইউনিয়নে চিরুনি অভিযানে নামে কোস্টগার্ড। এ সময় নাশকতায় আশঙ্কায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

রংপুর: রংপুরে অপারেশন ডেভিল হান্টে ৩১ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী।

তিনি বলেন, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদালতে পাঠানো হয়েছে।

কুমিল্লা: উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউল করিমসহ কুমিল্লায় ডেভিল হান্ট অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সোমবার ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতার বিভিন্ন মামলা রয়েছে।

নেত্রকোণা: নেত্রকোনায় যৌথবাহিনীর অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

নেত্রকোণা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তার হওয়া ২৯ জনকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাগেরহাট: বাগেরহাটে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের ২৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার ফকরুল আলম রয়েছেন। এছাড়া জেলার মোংলা উপজেলা থেকে আওয়ামী লীগের ৩ জন, মোরেলগঞ্জে ৩ জন, শরণখোলায় ২জন, রামপালে ৫ জন, কচুয়ায় ৬ জন, মোল্লাহাটে ১ জন, ফকিরহাটে ৪ জন ও চিতলমারী উপজেলা থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে ৩ জন গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের আয়েজ উদ্দিন জোয়ার্দ্দারের ছেলে ৬নং ওয়ার্ড যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম ,আলমডাঙ্গা বারাদী ইউনিয়ন ছাত্রলীগের সক্রীয় সদস্য ওই গ্রামের ওহিদুল ইসলামের ছেলে সাকিব হাসান ও একই ইউনিয়নের ৯নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি বারাদী গ্রামের মাঝের পাড়ার ফজলুল হকের ছেলে মিল্টন আলী ।

রাঙামাটি: রাঙামাটিতেও অপারেশন ডেভিল হান্টের অভিযানে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে কাউখালী থানা পুলিশ উপজেলা থেকে ৫ আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করে।

সুনামগঞ্জ: সুনামগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কর্ম করার চেষ্টা করছিল। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুই ইউপি চেয়ারম্যানও আছেন।

হবিগঞ্জ: হবিগঞ্জে ডেভিল হান্ট অপারেশনে সাবেক এমপি মজিদ খানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার (এসপি) এএনএম সাজেদুর রহমান।

পুলিশ জানায়, সোমবার রাতে একাধিক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা রয়েছে। দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতাসহ ১৯ জনকে গ্রেফতার করেছ পুলিশ। গ্রেপ্তারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে করা একাধিক মামলাসহ বিভিন্ন মামলার অভিযুক্ত আসামি।

হাতিয়া: নোয়াখালীর হাতিয়ায় অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে অভিযানে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

খাগড়াছড়ি: অপারেশন ডেভিল হান্টের মহালছড়ির ২৪ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা অভি দেসহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার হয়েছে। মহালছড়ি থানার এএসআই মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালায় পুলিশ।

সিলেট: অপারেশন ডেভিল হান্ট অভিযানে সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা অয়ন দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাকে গ্রেপ্তার করা হয় বলে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button