অন্যান্য

আন্তর্জাতিক টয়লেট কনফারেন্সে প্রশংসার শীর্ষে জনপ্রিয় ব্র্যান্ড টাইলক্স

মুক্তমন রিপোর্ট : ঢাকায় আয়োজিত বিশ্বজুড়ে আলোচিত আন্তর্জাতিক টয়লেট কনফারেন্স-২০২৫-এ প্রশংসার শীর্ষে ছিলো দেশের জনপ্রিয় হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্স। আয়োজনে কন্ট্রিবিউটিং পার্টনার ছিলো টাইলক্স। সূচনালগ্ন থেকেই বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে নিবিড়ভাবে যুক্ত আছে রিমার্ক এলএলসি ইউএসএ-এর অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবির হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্স। তারই ধারাবাহিকতায় এবার বিশ্বজুড়ে আলোচিত আন্তর্জাতিক টয়লেট কনফারেন্স ২০২৫-এ কন্ট্রিবিউটিং পার্টনার হিসেবে অংশগ্রহণ করলো ব্র্যান্ডটি। সম্মেলনে টাইলক্সের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন জনপ্রিয় চিত্রতারকা ও টাইলক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিয়াম আহমেদ। অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড টয়লেট অরগানাইজেশনের প্রতিষ্ঠাতা ও ওয়ার্ল্ড টয়লেট ডে-এর প্রবর্তক, জ্যাক সিম।

“দা ফিউচার অফ স্যানিটেশন” প্রতিপাদ্য নিয়ে এ বছরের আন্তর্জাতিক টয়লেট কনফারেন্সের লক্ষ্য ছিলো অত্যাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী দক্ষতা ও উন্নত ব্যবস্থাপনার চর্চার মাধ্যমে টয়লেট এর অজানা সম্ভাবনাকে উন্মোচিত করা। এবারের সম্মেলনে বিশেষভাবে দক্ষিণ এশিয়ার দেশগুলো এ সম্পর্কে তাদের অগ্রগতির অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করে যা থেকে বিশ্বের অন্যান্য অঞ্চলের জনগোষ্ঠীও উপকৃত হতে পারে।

আন্তর্জাতিক পরিমণ্ডলে অতিশয় গুরুত্বপূর্ণ এই সম্মেলনটিতে টাইলক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, চিত্রনায়ক সিয়াম আহমেদ বলেন, “সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি হাইজিনিক ক্লিনিং ব্র্যান্ড টাইলক্স তার উদ্ভাবনী দক্ষতা আর সুনিপুণ কার্যকারিতার জন্য ইতিমধ্যেই ভোক্তাদের আস্থা অর্জন করেছে। এর পাশাপাশি বৈশ্বিক ও সামাজিক বিভিন্ন সমস্যার সমাধানেও কাজ করে চলেছে ব্র্যান্ডটি। সম্প্রতি শুরু হওয়া “টাইলক্স হাইজিনিক আবাস” ক্যাম্পেইন তারই একটি উদাহরণ। তাই, টয়লেট কনফারেন্স ২০২৫-এর “দা ফিউচার অফ স্যানিটেশন” প্রতিপাদ্যের সাথে টাইলক্সের সক্রিয় ভূমিকা শুরু থেকেই সামঞ্জস্যপূর্ণ ছিল এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি টাইলক্স তার যুগোপযোগী কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্বজুড়ে টয়লেট বিষয়ক সব ধরণের জটিলতা দূর করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
‘মিস্টার টয়লেট’ নামে সুপরিচিত, ওয়ার্ল্ড টয়লেট অরগানাইজেশনের প্রতিষ্ঠাতা ও ওয়ার্ল্ড টয়লেট ডে-এর প্রবর্তক, জ্যাক সিম তার বক্তব্যে টাইলক্সের ভূয়সী প্রশংসা করেন। ১৯ নভেম্বর ২০২৪-এ ওয়ার্ল্ড টয়লেট ডে উপলক্ষে আয়োজিত কনফারেন্সে “টাইলক্স হাইজিনিক আবাস” ক্যাম্পেইনের কথা উল্লেখ করে তিনি বলেন, দুস্থ মানুষের জন্য টয়লেট নির্মাণে টাইলক্সের এই উদ্যোগ সবার জন্য স্যানিটেশন নিশ্চিতে বলিষ্ঠ ভূমিকা রাখবে।

ইতোমধ্যে রিমার্ক-হারল্যানের ডিরেক্টর ও মেগাস্টার শাকিব খান সারাদেশে সুবিধাবঞ্চিত মানুষের জন্য হাইজিনিক টয়লেট নির্মাণের জন্য “টাইলক্স হাইজিনিক আবাস” ক্যাম্পেইন উদ্বোধন করেন। ক্যাম্পেইনটি ঘোষণার সাথে সাথেই সব মহল থেকে প্রচুর প্রশংসা অর্জন করে এবং জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়। দেশের নির্দিষ্ট কিছু জায়গায় সুবিধাবঞ্চিত মানুষদের জন্য হাইজিনিক টয়লেট নির্মাণের মাধ্যমে কার্যক্রমটির প্রথম ধাপ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং পর্যায়ক্রমে পুরো দেশজুড়ে এই কার্যক্রম ছড়িয়ে দিবে টাইলক্স।

এই উপমহাদেশের সবচেয়ে ক্লিন এবং দেশের সর্ববৃহৎ পরিবেশবান্ধব টয়লেট ক্লিনার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে, সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ গুণগতমানসম্পন্ন কাঁচামাল ব্যবহার করে তৈরি হচ্ছে টাইলক্স হাইজিনিক টয়লেট ক্লিনার। এখানে ব্যবহৃত এইচসিএল ফিউম স্ক্রাবিং প্রযুক্তি উৎপাদনের সময় নির্গত ধোঁয়ার ৯৪ শতাংশই ধরে রাখা হয় যার ফলে ধোঁয়া পরিবেশে সরাসরি ছড়িয়ে যায় না এবং নিশ্চিত হয় পরিবেশের সুরক্ষা। ইতিমধ্যেই ভোক্তাদের মাঝে অভাবনীয় গ্রহণযোগ্যতা পাওয়া টাইলক্স-এর গাঢ় ফর্মুলেশন- ৯৯% রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে ও শক্তিশালী সারফেকট্যান্ট জেল টয়লেট এর সবদিকে সমানভাবে ছড়িয়ে কঠিন দাগ দূর করে টয়লেটকে রাখে দীর্ঘসময় পর্যন্ত সুবাসিত।

রিমার্ক এলএলসি ইউএসএ-এর অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি বাংলাদেশের হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্স। দেশজুড়ে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করার প্রয়াসে রিমার্ক কাজ করে যাচ্ছে বলে জানান টাইলক্সের মনিটরিং ডিরেক্টর জামাল উদ্দীন। তিনি বলেন, নকল ও ভেজালমুক্ত পণ্য ব্যবহার করে দেশের মানুষ যাতে গ্লোবাল স্ট্যান্ডার্ড অফ লিভিং অনুযায়ী সবরকম সুযোগ সুবিধা পেতে পারে সেটাই আমাদের লক্ষ্য। তারই ধারাবাহিকতায় একটি দায়িত্বশীল ব্র্যান্ড হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সর্বাধুনিক সব সল্যুশন এর পাশাপাশি একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী তৈরি করতে অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্স।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button