সাবালেঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন ম্যাডিসন

স্পোর্টস ডেস্কঃ টানা দুই শিরোপা আগেই জিতে ছিলেন। এবার আরিনা সাবালেঙ্কার সামনে ছিল হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ। কিন্তু সেই সুবর্ণ সুযোগটা মিস করলেন বেলারুশের এ তারকা। সাবালেঙ্কাকে হতাশ করে অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককের শিরোপা জিতে নিয়েছেন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিস। ফাইনালে জিতেছেন তিনি ৬-৩, ২-৬ ও ৭-৫ গেমে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সাবালেঙ্কাকে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন ম্যাডিসন। যুক্তরাষ্ট্রের এ আন্ডারডগ দ্বিতীয়বারের মতো মেজর ট্রফির ফাইনালে খেললেন। আর সাত বছরের মধ্যে এই প্রথম। ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে খেলতেই ট্রফি খরা খুচল তার।
শিরোপা নির্ধারণী ম্যাচের প্রথম সেটে অবশ্য জিতেছিলেন ম্যাডিসনই। তাতেই মিলেছিল অঘটনের আভাস। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান সাবালেঙ্কা। ৬-২ গেমে জিতে প্রত্যাবর্তনের গল্প লিখে জয়ের স্বপ্ন বুঁনতে থাকেন। কিন্তু তৃতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াই করেও ওয়ার্ল্ড নাম্বার ওয়ান হেরে যান ৫-৭ গেমে। তাতেই বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের শ্রেষ্ঠত্ব নিজের করে নিলেন ম্যাডিসন।