জাতীয়

অনির্বাচিত সরকার কখনোই নিরাপদ সরকার নয়: তাহের

জেলা প্রতিনিধি, কুমিল্লাঃ অনির্বাচিত সরকার কখনোই নিরাপদ সরকার নয় মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের।

বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে জুলাই ২০২৪ বিপ্লবের শহীদ স্মারক মোড়ক উন্মোচন কুমিল্লা টাউন হল মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে নানা ধুম্রজাল। আমরা পরিষ্কার বলতে চাই । জনগণের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে। নানা অজুহাতে নির্বাচনকে বিলম্ব করার প্রচেষ্টা চালানো হচ্ছে। নির্বাচনকে সুষ্ঠু ও গুণগত পরিবর্তন আনার জন্য কিছু সংস্কারের প্রয়োজন আমরা জামায়ত ইসলামের পক্ষ থেকে কয়েকটি সংস্কারের প্রস্তাব দিয়েছি। সেগুলো দ্রুত সম্পন্ন করে । যত দ্রুত সম্পন্ন করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে এবার বাংলাদেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে। মানুষের প্রতি জামায়াতে ইসলামের সেই আস্থা আছে ‌। একটি পরিবর্তিত সমৃদ্ধ পজিটিভ বাংলাদেশ এদেশের মানুষ বিনির্মাণ করবে ।

জুলাই-আগস্ট এর শহীদদের যথাযথ মর্যাদা দিতে হবে । তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে । ২০২৪ এর যে বিপ্লব । জাতীয় চেতনার যে বহিঃপ্রকাশ । সেটিকে আজকে আবার নতুন করে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য হাইজ্যাক করার জন্য ,লুণ্ঠনের জন্য, নস্যাৎ করার জন্য কাজ করছে একটি মহল । এই সকল কিছুর জন্য একটা ভুল রাজনীতি, ভুল নেতৃত্বই দায়ী ।

আধিপত্যবাদ এ দেশে আর টিকবে না উল্লেখ করে তিনি বলেন, ৫ আগস্টে যেভাবে ছাত্র-জনতা সাধারণ মানুষ সবকিছু ভুলে গিয়ে এক কাতারে চলে এসেছে । সেখানে নারী-পুরুষ ,শিশু বৃদ্ধ , জাহেল আলেম বিভাজন ছিল না । সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর শ্রমিকদের মধ্যে কোন ব্যবধান ছিল না । আমরা একটি কথায় ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিলাম ‘হাসিনাকে চলে যেতে হবে’। স্বৈরাচারকে বিদায় নিতে হবে । আমরা সফল হয়েছি।

এবার এই নির্বাচনের মাধ্যমে আরেকটি লড়াই করতে হবে । সিদ্ধান্ত নিতে হবে ‌ আমরা আদর্শহীন কোনো মানুষকে ভোট দেব না । আমরা দুর্নীতিবাজ-চোরাকারবারি-লুণ্ঠনকারী ভোট দিব না । আমরা পজিটিভ রাজনীতিকে এবার ওয়েলকাম জানাবো । এই জাতি যদি একটি ইস্যুতে ঐক্যবদ্ধ হতে পারে । আমি জামায়াত বুঝি না, বিএনপি বুঝি না, কোন দল বুঝি না । তাকে সৎ হতে হবে। সৎ লোক ছাড়া ভোট দিবেন না । জামায়াতের প্রার্থী সৎ নয় ভোট দিবেন না, বিএনপির প্রার্থী সৎ নয় ভোট দিবেন না ‌ ।

ডা. তাহের বলেন, বাংলাদেশের সর্বোচ্চ ক্রাইসিস চালের দাম ৭০ টাকা নয়, সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে দুর্নীতিবাজ লুটেরা নেতৃত্বে ছিল। সঠিক নেতৃত্ব হলে চালের দাম ৭০ টাকা হতো না । ২৫৮ কোটি বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে চলে গেছে । পাঁচ বিলিয়ন ডলার দিয়ে চাল কিনে, যদি সরকার ভর্তুকি দিতো তাহলে চালের দাম হত ৩৫ টাকা । চালের দাম ৭০ টাকা এটা কোনো সমস্যা নয়। সমস্যা হল যারা বিলিয়ন বিলিয়ন ডলার টাকা বিদেশে পাচার করে দিয়েছে । কারা তারা? তারাই দেশের ক্ষমতায় ছিল । সেই অসৎ এবং পচা রাজনীতিকে খতম করে দেওয়াই হচ্ছে জনগণের প্রথম দায়িত্বও চ্যালেঞ্জ ।

তিনি আরো বলেন, মানুষ দুটি কারণে জীবন দিতে পারে, ধর্মীয় কারণে , আরেকটি হচ্ছে স্বাধীনতার কারণে, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি । একটি জাতির মুক্তির জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের নিয়ে আমরা গর্ব করি ।

বাংলাদেশ জামাতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে জুলাই ২০২৪ বিপ্লবের শহীদ স্মারক মোড়ক উন্মোচনে কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে উপস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম সহ কুমিল্লা মহানগর, দক্ষিণ ও উত্তর জেলার জামায়াতের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button