আওয়ামী লীগ আমলে চাকুরিচ্যুত পুলিশ সদস্যদের বিক্ষোভ
মুক্তমন রিপোর্ট : আওয়ামী লীগের বিগত ১৫ বছরের শাসনামলে বিভিন্ন অজুহাতে চাকুরিচ্যুত হওয়া পুলিশ সদস্যরা চাকরি ফিরে পেতে পুলিশ সদর দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
রোববার (১৮ আগস্ট) দুপুর থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এ সময় তারা স্লোগান দেন— এক দফা এক দাবি, নির্বাহী আদেশে চাকরি ফেরত দেওয়া। বিকেল থেকে পুলিশ সদর দপ্তরের সামনের সড়কের দুই লেন বন্ধ করে বিক্ষোভ ও অবস্থান করলেও দেখা মেলেনি পুলিশ প্রধান ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের।
গত ১৫ বছরের বিভিন্ন সময়ে চাকরি হারানো হাজারো পুলিশ সদস্য। তাদের দাবি বিভিন্ন সময়ে রাজনীতি, জেলা, ছুটিসহ নানা অজুহাতে তাদেরকে চাকুরি থেকে বাদ দেয়া হয়। যার অধিকাংশই অমানবিক ও ইচ্ছাকৃত।
আন্দোলনরত পুলিশ সদস্যরা জানান, বিগত সময়ে বিসিএস পুলিশ কর্মকর্তারা যদি চাকরি ফিরে পান তাহলে আমরা কেন পাব না। বিশেষ করে বিভাগীয় মামলা ও আদালতের আশ্রয় নিয়ে তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় যারা নির্দোষ প্রমাণিত হয়েছেন, তাদের কী দোষ! তাদের তো চাকরি বহালে কোনো বাধা থাকার কথা না। কিন্তু আওয়ামী লীগ সরকারের তাঁবেদার আইজিপি শহীদুল হক, বেনজির, আব্দুল্লাহ আল-মামুনরা চাকরি ফিরিয়ে দেননি।