জাতীয়রাজনীতি

উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের পক্ষ থেকে সেহরি বিতরণ

ইব্রাহিম হাসান (হাসনাইন) : উত্তরা পশ্চিম থানার বিভিন্ন স্থানে অসহায়, দুঃস্থ, ছিন্নমূল ও পথচারী সহ সর্বস্তরের মানুষের মাঝে সেহরির খাবার বিতরণ করেছেন উত্তরা পশ্চিম থানা ছাত্রদল।

রবিবার (১৬মার্চ) দিবাগত রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত সেহরির খাবার বিতরণ করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো: মোস্তফা জামান। তিনি গণমাধ্যমকে বলেন, ছাত্রদলের এসকল কার্যক্রম সত্যি প্রশংসনীয়। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর বিএনপি উত্তরার বিভিন্ন স্থানে প্রতিদিন ২০০০ হাজার মানুষকে সেহেরি এবং ইফতার বিতরণ করে আসছে। ছাত্রদলের নেতাকর্মীরা অসহায় মানুষদের মাঝে ঘুরে ঘুরে যেই সেহরি বিতরন করছে তাই তাদেরকে ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদি হাসান রুবেল এর উদ্যোগে অসহায়, দুঃস্থ, ছিন্নমূল ও পথচারী সহ অন্তত দুই’শ জন ব্যক্তির মাঝে খাবার বিতরণ করা হয়।

পবিত্র মাহে রমজানে সমাজের অসহায় মানুষদের মুখে একবেলা খাবার তুলে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। এই ধরণের কার্যক্রম আগামীতেও চলমান থাকবে বলে জানান, উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুবেল।

এসময় তিনি বলেন, ‘রমজান মাস সংযম ও সহমর্মিতার মাস। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু করতে পারাই আমাদের জন্য আনন্দের। আমরা চাই, প্রতিটি মানুষ যেন অন্তত সেহরির খাবার পায়। ছাত্রদলের নেতাকর্মীরা সবসময় মানবতার কল্যাণে কাজ করতে প্রস্তুত।

এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ পথচারী ও আশপাশের মানুষ। তারা মনে করেন, ছাত্রসমাজের এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

এসময় উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাপ্পী, ছাত্রনেতা আক্তার হোসেন,কামাল হোসেন, শাহরিয়ার আহম্মেদ, বিশাল, শাহীন হোসেন, চান বাদশাহ, ,তন্ময় আলিফ হোসেন আপনসহ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button