জাতীয়
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী) ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার রাত সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, নদীতে ঘন কুয়াশার ফলে দৃষ্টিসীমা শূন্যের কাছাকাছি নেমে আসে, যা নৌযান চলাচলে মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে। ফলে নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীসহ চালকরা। এছাড়াও দৌলতদিয়া ঘাটে ৬টি ফেরি যানবাহন ও যাত্রীদের নিয়ে পদ্মায় আটকে আছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন ‘দৈনিক আমার দেশ’-কে বলেন, ‘কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু হবে।