জাতীয়

ঢাবিতে ভর্তি হতে কর্জে হাসানা দেবো

স্টাফ রিপোর্টারঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হতে নবীন শিক্ষার্থীদের কর্জে হাসানা তথা বিনা সুদে অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ।

শনিবার ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের’ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সহায়তাকালে বিতরণকৃত শুভেচ্ছা পত্রে এ কথা জানানো হয়।

ভর্তিচ্ছুদের সহায়তা করতে কলা ভবনের সামনে তথ্য সহায়তা ডেস্ক স্থাপন করে বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
তথ্য সহায়তা ডেস্ক থেকে পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র এবং সিট খুঁজে পেতে সাহায্য করা ছাড়াও নিরাপদ খাবার পানি সরবরাহ এবং মোবাইল ফোন ও প্রয়োজনীয় জিনিসপত্র সংরক্ষণের ব্যবস্থা করা হয়।

এছাড়া পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে জরুরি মোটর বাইক সেবা দেওয়া হয়।

পরীক্ষা শেষে শিক্ষার্থীদের ফুল, কলম ও শুভেচ্ছা পত্র দিয়ে বরণ করে নেন বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরা।

এসময় সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল ওয়াহেদ বলেন, বিপ্লবী ছাত্র পরিষদ হলো আত্মোন্নয়ন ও আধ্যাত্মিক পরিশুদ্ধি অর্জনের পাশাপাশি জনগণতান্ত্রিক রাষ্ট্র গঠন ও পরিচালনার নেতৃত্ব গড়ে তোলার সংগঠন। আমরা শুভেচ্ছাপত্রে শিক্ষার্থীদের জানিয়েছি আমাদের সংগঠন তাদের পাশে আছে। তাদেরকে প্রয়োজনে আর্থিক সহায়তার পাশাপাশি বিনা সুদে ধার হিসেবে কর্জে হাসানা প্রদান করব।

ভর্তি সহায়তা কার্যক্রমে অংশ নেন জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক রাবেয়া আকতার ও সহকারী সদস্য সচিব গালীব ইহসান, বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব ফজলুর রহমান, যুগ্ম-আহ্বায়ক আশরাফ উল্লাহ খাঁন ও নেছার আহমেদ তুহিন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সানোয়ারা খাতুন, সদস্য সচিব মুহিব মুশফিক খাঁন, যুগ্ম-আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ, কেন্দ্রীয় সদস্য মুস্তাকিম বিল্লাহ ও বিশ্ববিদ্যালয় সদস্য মো: ওয়াহিদুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র পরিষদ ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম-আহ্বায়ক মো: মাসুম শাহ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম ও সদস্য সচিব মো: ফরহাদ আহমেদ আলী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button