জাতীয়

দোষারোপের রাজনীতি ফ্যাসীবাদীদের ফিরিয়ে আনতে সাহায্য করবে: স্বপন

স্টাফ রিপোর্টারঃ গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী শক্তিগুলোর পারস্পরিক দোষারোপের সংস্কৃতি পতিত ফ্যাসীবাদীদের আবার ফিরিয়ে আনতে সাহায্য করবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন।

শনিবার সন্ধ্যায় গাজিপুরের কালিয়াকৈর উপজেলা জেএসডির কর্মী সভায় তিনি এ কথা বলেন।

স্বপন বলেন, সম্প্রতি গণঅভ্যুত্থানের অংশীজনদের একাংশের সাথে রাজনৈতিক দলগুলোর যে মত পার্থক্য দেখা দিয়েছে সেটির কারণে সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্থা হবে। যা অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রধান অন্তরায়।
জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, সংস্কার ও নির্বাচন দুটি মুদ্রার এপিঠ ও পিঠ। সংস্কার ছাড়া নির্বাচন আয়োজন করলে গণঅভ্যুত্থানের ফসল যেমন ঘরে তোলা যাবে না। তেমনি সংস্কার করতে গিয়ে যদি নির্বাচন করতে অতিরিক্ত সময় নেয়া হয় তাহলে গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম সেটিও মুখ থুবড়ে পড়বে। ফলে চলমান মত মত পার্থক্য কাটিয়ে উঠতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠাই একমাত্র পথ।

কালিয়াকৈর উপজেলা জেএসডি’র আহ্বায়ক নাসরিন বেগমের সভাপতিত্বে কর্মী সভায় আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফারজানা জামান দিবা, সহ-সম্পাদক ফজলুর ইসলাম খান সুমন, জাসদ গাজীপুর মহানগর সভাপতি মীর মোহাম্মদ সিরাজ, নাগরিক ঐক্যের গাজীপুর জেলা সদস্য সচিব কামাল উদ্দিন, গাজিপুর জেলা জেএসডি’র আহ্বায়ক মো. রহিম উল্লাহ ও গাজীপুর মহানগর জেএসডির যুগ্ম আহ্বায়ক শরিফুর ইসলাম সুজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button