জাতীয়
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১০ ঘণ্টা পর ফেরি চালু
উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী) দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে শনিবার সকাল সাড়ে ১০টায় ফেরি চলাচল শুরু হয়েছে।
এর আগে শুক্রবার রাত ১২টার দিকে পদ্মা-যমুনা নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তবে কুয়াশার ঘনত্ব কমে আসায় সকাল সাড়ে ১০টায় ফেরিসহ নৌযান চলাচল স্বাভাবিক হয়।
দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন ‘দৈনিক আমার দেশ’-কে জানান, “কুয়াশার কারণে দৃষ্টিসীমা শূন্যের কোঠায় নেমে এসেছিল। পরে সকাল সাড়ে ১০টায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় ফেরি চলাচল শুরু হয়েছে।”