জাতীয়

মাঠ ও পার্ক দখলের প্রতিবাদে নাগরিক কমিটির বিক্ষোভ

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর মোহাম্মদপুরে খেলার মাঠ ও পার্ক দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক কমিটি। শুক্রবার বিকেলে মোহাম্মদপুরে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকায় খেলার মাঠ ও পার্কগুলো গত স্বৈরাচার আমলে বেদখল ছিল, মাঠের জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহার হতো, মাঠের আশপাশে দোকান বসিয়ে চাঁদাবাজি হতো, মাঠের মধ্যে সাপ্তাহিক মেলা বসিয়ে প্রতি দোকান থেকে চাঁদা নেওয়া হতো, যা এখনো চলমান, শুধু দখলদার পরিবর্তন হয়েছে। এসময় তারা দখল হওয়া সব মাঠ দখলমুক্ত করে খেলাধুলার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত ও চাঁদাবাজি বন্ধ করার উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আকরাম হোসাইন, কেন্দ্রীয় সদস্য মুনতাসির মাহমুদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদীসহ মোহাম্মদপুর তেজগাঁও, ধানমণ্ডি ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় বক্তব্য দেন মোহাম্মদপুর থানার প্রতিনিধি সদস্য মোহাম্মদ মুস্তাকিম, তারেক মনোয়ার, আবু সুফিয়ান, আব্দুর রহমান মানিক, কবির, শেহনাজ রশিদ খান, ফুয়াদ জামান, ফরহাদ, হাসিবুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button