জাতীয়
ফেনীতে অ্যাম্বুলেন্সের চাপায় যুবক নিহত
![](/wp-content/uploads/2025/02/ambulance-780x470.webp)
জেলা প্রতিনিধি, ফেনীঃ ফেনীতে অ্যাম্বুলেন্সের চাপায় হৃদয় নামে ২৮ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার মোহাম্মদ আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় লক্ষ্মীপুরের বিবিরহাট এলাকার মোসলেহ উদ্দিনের ছেলে। তিনি ফেনীর মোহাম্মদ আলী এলাকায় এসএনবি নাইস ফুডে কাজ করতেন।
মহিপাল হাইওয়ে থানার ওসি হারুনুর রশিদ বলেন, মহাসড়কের ঢাকামুখী লেনের পাশ দিয়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন হৃদয়। এ সময় একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি হেফাজতে নেয়া হয়েছে।