জাতীয়

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টারঃ নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকা সংগঠন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের পক্ষ থেকে শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শনিবার বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের মিরপুর কার্যালয়ে এই ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব বিভিন্ন সময় সমাজের পিছিয়ে পড়া মানুষ এবং অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকে। তারই ধারাবাহিকতায় প্রতিবারের ন্যায় এবারও ইফতার সামগ্রী আয়োজন করা হয়েছে।

এসময় সভাপতির বক্তব্যে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান বলেন – দেশের নির্যাতিত সাংবাদিকদের নিয়ে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের অগ্রযাত্রা। আমরা প্রতিবছর শীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করি এবং রমজানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে থাকি। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব থেকে অসহায় মানুষ সব সময় সাহায্য সহযোগিতা পেয়ে থাকে। আমরা প্রত্যাশা করি সাংবাদিকদের এই সংগঠনটি দেশের সকল ক্লান্তি লগ্নে পাশে থাকবে।

এ সময় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি আরঙ্গজেব কামাল। বক্তব্যে তিনি বলেন – সাংবাদিক সংগঠনগুলো সব সময় অসহায় ও নির্যাতিত মানুষের পাশে থাকে। আমরা দেখি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব বিভিন্ন দুর্যোগ এবং বন্যায় মানুষের পাশে থাকা সংগঠন। আমরা প্রত্যাশা করি এই সংগঠনটি সবসময় মানুষের বিপদে আপদে পাশে থাকবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হায়দার খান নাগর,সিনিয়র সহ-সভাপতি সোহেল খান, অর্থ সম্পাদক নজরুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খান,শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়ারেছ আহমেদ ভূঁইয়া, দপ্তর সম্পাদক ফয়জুল্লাহ স্বাধীনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা।

উল্লেখ্য, আয়োজনে ও সার্বিক সহযোগিতায় ছিলেন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, মাতৃজগত টিভি ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো:মাহিদুল সরকার ও সহ-সভাপতি মোজাম্মেল হোসেন বাবু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button