জাতীয়
শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ

স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ তাবলীগ জামাতের শুরায়ী নেজামের (জুবায়ের পন্থি) দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বুধবার দুপুর ১২টা ৯ মিনিটে মোনাজাত শুরু হয়ে শেষ হয় ১২টা ২৭ মিনিটে।
এ সময় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে তুরাগতীর। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ মুসল্লি আকুতি আল্লাহর কাছে মিনতি জানান। অনেকে কেঁদে কেঁদে মহান আল্লাহর কাছে ক্ষমা চান।
দুই ধাপে শুরায়ী নেজামের (জুবায়ের পন্থি) তাবলীগ অনুসারীদের প্রথম পর্বের ইজতেমা শেষ হওয়ার পর ৮দিন বিরতি দিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বে মাওলানা সা’দপন্থিদের তিনদিনের ইজতেমা শুরু হওয়ার কথা রয়েছে। ১৬ ফেব্রুয়ারি ওই পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫৮তম বিশ্ব ইজতেমা।