জাতীয়

সরকারি ৩ প্রতিষ্ঠানে দুদকের অভিযান

স্টাফ রিপোর্টারঃ সরকারি ৩ প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিষ্ঠানগুলো হলো— শিপিং কর্পোরেশন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ইউনিয়ন পরিষদ। গতকাল অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে ওই তিন প্রতিষ্ঠানে অভিযান চালায় দুদকের ৩টি এনফোর্সমেন্ট ইউনিট।

জাহাজ: বাংলাদেশ শিপিং কর্পোরেশনে ৬টি জাহাজ ক্রয়ের বাজেটে ৪টি জাহাজ ক্রয়পূর্বক ৫শ কোটি টাকার রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধনের অভিযোগে দুদকের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ঢাকার আঞ্চলিক কার্যালয় পরিদর্শন এবং সংশ্লিষ্ট কার্যালয় প্রধানের বক্তব্য গ্রহণপূর্বক প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়।

বিদ্যুৎ: কিশোরগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে লেজার বই থেকে গ্রাহক নিখোঁজ দেখিয়ে পাওনা অর্থ আত্মসাত, বিনামূল্যে বরাদ্দ প্রি-পেইড মিটার প্রদানে অর্থ আদায়, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুদক এনফোর্সমেন্ট টিম নিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় এনফোর্সমেন্ট টিম অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে রেকর্ডপত্র সংগ্রহ করে এবং সরেজমিনে অভিযোগ সংশ্লিষ্ট স্থানসমূহ পরিদর্শন করে। অভিযোগের প্রাথমিক সত্যতা পায় দুদক।

ইউনিয়ন পরিষদ: কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়ন পরিষদে ২০১৬-১৭ থেকে ২০২১-২২ অর্থ বছরে হোল্ডিং ট্যাক্স বাবদ অর্থ ও বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে দুদক এনফোর্সমেন্ট টিম নিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় সরেজমিন পরিদর্শন এবং সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র যাচাই-বাছাই ও সংগ্রহ করা হয়। অধিকতর বাছাইয়ের লক্ষ্যে অভিযোগ বিভিন্ন রেকর্ডপত্র (২০১৬-১৭ থেকে ২১-২২ অর্থবছর পর্যন্ত প্রকল্পের রেকর্ড, ইউনিয়ন পরিষদের নিজস্ব ব্যাংক স্টেটমেন্ট) চাওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button