বিশ্ব

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর দলের ভূমিধ্স জয়

প্রাথমিক ফলাফলে এখন পর্যন্ত ৬৬টির বেশি আসন পেয়েছে মালদ্বিপের কট্টর চীনপন্থি মোহাম্মদ মুইজ্জুর জোট। এই নির্বাচনের ওপর তীক্ষ্ম নজর ছিল এশিয়ার দুই পরাশক্তি ভারত ও চীনের।

দীর্ঘদিন ধরে মালদ্বীপের ওপর ভারতের একচ্ছ নিয়ন্ত্রণ থাকলেও গেল সেপ্টেম্বর মাসে মুইজ্জু প্রেসিডেন্ট হওয়ার পর বদলে যায় চিত্র। রোববার দেশটিতে অনুষ্ঠিত হয় সংসদীয় নির্বাচন। এই নির্বাচন ঘিরে ছিল টানটান উত্তেজনা।

প্রাথমিক ফলাফল বলছে, ৭৩ শতাংশ ভোটারের উপস্থিতিতে বিরোধী দলীয় জোট পেয়েছে মাত্র ১৫টি আসন। অপরদিকে ক্ষমতাসীন পিপিএম/পিএনসি জোট ৬৬টির বেশি আসন পেয়ে দেশটির সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

মালদ্বীপ ভারত মহাসাগরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকায় দুই পরাশক্তি চীন ও ভারত প্রভাব বিস্তারের জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছে। তবে দেশটির সঙ্গে ভারত চীনের সম্পর্ক কেমন হবে, অনেকটা এই নির্বাচনের ফলাফলই বলে দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button