আরো অনেক দূর যেতে হবে: মির্জা ফখরুল
মুন্সিগঞ্জের (সিরাজদিখান):অনেক দূর এগিয়েছি আমরা, আরো অনেক দূর যেতে হবে’ বলে মন্তব্য করেছেন ঢাকা কলেজের প্রাক্তন ছাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা কলেজ রিইউনিয়ন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, অনেক ছেলেদের প্রাণ দিতে হয়েছে। এই ত্যাগকে যদি আমরা সত্যিকার পক্ষে কাজে লাগাতে চাই তবে এই আত্মত্যাগীদের শ্রদ্ধা জানিয়ে আমাদের আবার একটা নতুন বাংলাদেশ যেন তৈরি করতে পারি। আমার বিশ্বাস ঢাকা কলেজ নেতৃত্ব দিয়েছে, মেধার ক্ষেত্রেও ঢাকা কলেজ নেতৃত্ব দেওয়ার সময় এসেছে।
তিনি আরও বলেন, আমরা সকলে হিংসা বিভেদ ভুলে যেন নতুন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি।
ঢাকা কলেজের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানের আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, প্রাক্তন ছাত্র ও সাংবাদিক শফিক রেহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকিসহ আরো অনেকে।
রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।