রাজনীতি

আহত সাংবাদিক জাভেদের সঙ্গে কথা বললেন তারেক রহমান

স্টাফ রিপোর্টারঃ সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে আহত এটিএন নিউজের সাংবাদিক জাভেদ আক্তারের চিকিৎসার খোঁজ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার রাতে রাজধানীর কাকরাইলস্থ ইসলামি ব্যাংক হাসপাতালে দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম তারেক রহমানের পক্ষ থেকে জাভেদকে দেখতে আসেন। এসময় তারেক রহমান মুঠোফোনে আহত জাভেদ আক্তারের সাথে কথা বলে তার শারীরিক অবস্থার ও তার পরিবারের খোঁজ নেন এবং ঘটনার বিস্তারিত বিবরণ শোনেন। এই হামলায় বিএনপির কেউ জড়িত থাকলে তাঁদের ব্যাপারে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়ার ব্যাপারে আশ্বস্ত করেন। আহত জাভেদ-এর চিকিৎসার সকল দায়িত্ব গ্রহণ করেন তিনি।

ডা. রফিকূল ইসলাম তার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) আবদুস সাত্তার পাটোয়ারী, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ আহত জাভেদ আক্তারকে দেখতে হাসপাতালে আসেন।

উল্লেখ্য, তিন দশক আগে পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের রায়ের পর, সাংবাদিকদের ওপর কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মীর আঘাতে এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাবেদ আক্তারসহ কয়েকজন আহত হোন।

ঘটনার পরপরই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দকে দ্রুত তাদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে ও দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদককে আহতদের পাশে থেকে সার্বিক সহযোগিতা প্রদানের নির্দেশ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button