৫৩ বছর মানুষের জন্য রাজনীতি করেনি, পেটনীতি করেছে: চরমোনাইর পীর

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন , ৫৩ বছরে বাংলাদেশে সবার শাসন দেখেছি, বাকী আছে ইসলামী শাসন। যে রাজনৈতিক দল গুলো বার বার দেশের শাসনভার পেয়েছিলো, তারা মানুষের জন্য রাজনীতি করেনি, বরং নিজেদের পেটনীতি করেছে।
শনিবার বিকেল সাড়ে চারটায় চরফ্যাশন টাউন হলে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণ শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।
চরমোনাই পীর সাহেব আরো বলেন, শতকরা ৯২ জন মুসলমানের বাংলাদেশে মানুষ ইসলামী শাসন ব্যবস্থা দেখতে চায়। এ জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। এই পদ্ধতিতে প্রতিটি মানুষের ভোট গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, মানুষ তার ভোটের অধিকার পাবে।
ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণের সদ্য বিদায়ী সভাপতি আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলাম আন্দোলনের ভোলা জেলা দক্ষিণের সদ্য বিদায়ী সেক্রেটারি মাওলানা আবু ইউসুফ। সম্মেলনে কয়েক হাজার নেতা কর্মী অংশ নেন।
সম্মেলনের শেষ পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের নতুন কমিটিতে মুফতি নুরুদ্দিনকে সভাপতি, মাওলানা গোলাম মোরশেদকে সহ-সভাপতি ও মাওলানা আব্বাস উদ্দিনকে সেক্রেটারি হিসেবে ঘোষণা করা হয়।