এই সরকারকে আরো কিছু সময় দিতে চাই: নুর
উপজেলা প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) জুলাই গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে জন আকাঙ্ক্ষার রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর বলেন, আমরা এই সরকারকে আরো কিছু সময় দিতে চাই।
জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের বিজয় একদিনে আসেনি। বিগত সময়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক আন্দোলনের ফসলই হচ্ছে এই বিজয়।
তিনি বলেন, আমরা বলেছিলাম গুলিস্তান থেকে আওয়ামী লীগের মজিব কোট কেনার জন্য একজন লোককেও খুঁজে পাওয়া যাবে না। আমরা বলবো আওয়ামী লীগ থেকে শিক্ষা নিন। এটা সব রাজনৈতিক দলগুলোকে মনে রেখেই পরবর্তী কার্যক্রম পরিচালিত করতে হবে।
তিনি বলেন, আমরা এই সরকারকে আরো কিছু সময় দিতে চাই। তবে সবাইকে মনে রাখতে হবে, আমাদের জাতীয় ঐক্য যেন কোনো ভাবেই বিনষ্ট হয়ে না যায়।
শনিবার গণঅধিকার সোনারগাঁ শাখা আয়োজিত গণসমাবেশে সোনারগাঁ শাখার সভাপতি ওয়াহিদুর রহমান মিল্কীর সভাপতিত্বে সোনারগাঁও পৌরসভা মাঠে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।