জাতীয়

চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠানে আ.লীগ নেতাকর্মীরা: আটক ফখরুল আনোয়ার

জেলা প্রতিনিধি চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় নেভী কনভেনশন হলে বিয়ের অনুষ্ঠানে এসে আটক হয়েছেন ফখরুল আনোয়ার। তিনি উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের ছেলের ঘরের নাতনির সঙ্গে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারের ছেলের বিয়ের অনুষ্ঠান ছিল। শনিবার রাতে নেভি কনভেনশন সেন্টারে ওই অনুষ্ঠান চলছিল। ফখরুল আনোয়ার সম্পর্কে খাদিজাতুল আনোয়ার এর চাচা। ওই অনুষ্ঠানে তরিকত ফেডারেশনের নেতা নজিবুল বশর মাইজভান্ডারি ও খাদিজাতুল আনোয়ার সনিসহ উত্তর জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত হয়েছেন এমন খবর ছড়িয়ে পড়ে। রাত ১০টার দিকে শতাধিক ছাত্র জনতা কনভেনশন সেন্টারটি ঘেরাও করে। এসময় তারা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ স্লোগান দিতে থাকে। খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা সেখানে আসে। এসময় আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলনরত ছাত্র জনতার সাথে আইনশৃঙ্খলা বাহিনীর বাক বিতণ্ডা হয়। আন্দোলনরতরা কনভেনশন সেন্টারে ঢুকে তল্লাশি করতে চাইলে তাদের বাধা দেয়া হয়। পড়ে ৩/৪ টি কালো গ্লাসে ঘেরা গাড়ি পুলিশ পাহাড়ায় বেরিয়ে যায়।

সিএমপির উপ পুলিশ কমিশনার মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, ফখরুল আনোয়ার ছাড়া অন্য কোন আওয়ামী লীগ নেতা সেখানে ছিলেন না। তাকে আটক করে খুলশি থানায় নেয়া হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা যাচাইবাছাই চলছে।

এদিকে এই ঘটনায় পুলিশ আওয়ামী লীগ নেতাদের পালিয়ে যেতে সহায়তা করেছে এমন অভিযোগে গভীর রাত পর্যন্ত টাইগার পাস মোড় ও নেভী কনভেনশন সেন্টারের সামনে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এছাড়া আগ্রাবাদ ও নিউ মার্কেট এলাকায় আলাদা আলাদা মিছিলও করে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button