রংপুরে মুন্না হত্যা মামলায় যুবলীগের মুরাদ গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, রংপুরঃ রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত মুন্না হত্যা মামলায় মহানগর ২৮ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুরাদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত ৭টার দিকে নগরীর স্টেশন বাবু পাড়ার সাজাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (অপরাধ) ড. আশিক মাহমুদ, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার একটি চৌকস দল নগরীর বাবু পাড়া সাজাপুরে এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ নেতা মুরাদ খানকে গ্রেপ্তার করা হয়। তিনি তিনি সাজাপুর বাবু পাড়ার মৃত মোস্তাক আলমের পুত্র।
রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, হত্যা মামলার আসামি এবং অপরাধীরা যেখানেই আছে সেখান থেকেই তাদেরকে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা করছি। এ ব্যাপারে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি।