অন্যান্য

পুলিশের হাতে আটক সোহেল হত্যার হুকুম দাতা

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর দক্ষিণ খানের চাঞ্চল্যকর সোহেল হত্যা মামলার হুকুমের আসামি ভাইরাল রনিকে গ্রেফতার করেছে দক্ষিণখান থানা পুলিশ। আজ ২৫ মার্চ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় যমুনা ফিউচার পার্কের ইয়োলো শোরুমের সামনে থেকে তাকে গ্রেফতার করে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুল আউয়াল। এর আগেও স্ত্রীকে কুপিয়ে ভাইরাল হন এই রনি।
গ্রেফতারের খবর পেয়ে শতাধিক এলাকাবাসী থানার সামনে জড়ো হয়। এছাড়াও চাঞ্চল্যকর এই সোহেল হত্যা মামলায় পূর্বে আরো ৯ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আকাশ (৪৫), মারুফ, (৩০), অমি (২৫) , রাসেল, (২৮) , আহমদ, (২৭) , আব্দুল্লাহ, (২৭) , প্রধান আসামি আহম্মদ এর ছোট ভাই ইব্রাহিম (১৬), সুরুজ ওরফে শুইরা (৫০)। সবশেষে আজ এ হত্যাকাণ্ডের হুকুমের আসামী রনি ৪৫ কে গ্রেফতার করা হয়।

জানা গেছে রনির বাবা ইসমাঈল ছিলেন
সাবেক বিএনপির নেতা।তাকে এলাকাবাসী ঈসমাইল ডাকাত হিসেবে জানতো।তার ছেলে রনি ছিলেন আওয়ামী লীগের নেতা। সে জুট ও ডিস ব্যবসা নিয়ন্ত্রণ নিতে গিয়ে সোহেল কে পরিকল্পিত ভাবে হত্যা করে।

এই বিষয়ে জানতে চাইলে,ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণখন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান মির্জা বলেন, আসামি গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, নিহত ব্যক্তি মোহাম্মদ সোহেলের মৃত্যুর আগ মুহূর্তের একটি ভিডিও বক্তব্য ও মামলার প্রধান আসামী আহমদের ১৬৪ ধারায় জবানবন্দীর উপর ভিত্তি করে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button