উত্তরায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ইফতার বিতরণ

নিউজ ডেস্ক:(২৫ মার্চ)রোজ সোমবার, উত্তরায়
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ঢাকা মহানগর উত্তরের, উত্তরা পশ্চিম থানা কমিটির উদ্যোগে ইফতার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মো: নাজিম দেওয়ান,সহসভাপতি সেলিম কবির,ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল সাত্তার বাবুল,মহানগর উত্তরের সভাপতি ওবায়দুর রহমান অটল, সাধারণ সম্পাদক বকুল ভুইঁয়া ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইদ্রিস আলী সহ প্রমুখ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে পবিত্র মাহে রমজান উপলক্ষে সারাদেশের বিভিন্ন জায়গায় বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীর মাধ্যমে অসহায়, দুস্ত, গরীব মেহনতি মানুষের মাঝে ইফতার ও সেহরি বিতরণ এবং নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপির নেতাকর্মীরা।এরই ধারাবাহিকতায় উত্তরা ও তার আশেপাশের বিভিন্ন স্থানে সেহরি ও ইফতার বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতাদের নিজ অর্থয়ানে উত্তরায় ইফতার বিতরণ করেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে,বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মো: নাজিম দেওয়ান বলেন, বিগত সরকারের আমলে দলের সকল নেতাকর্মী হামলা মামলা দমন নির্যাতনের শিকার হয়েও দল ও দেশের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আগামী দিনে কল্যানময় কাজের ধারা অব্যহত থাকবে।