খেলা-বিনোদন

জয় দিয়ে সাফ অভিযান শুরু বাংলাদেশের

মুক্তমন ডেস্ক : বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ মারুফুল হক আগেই জানিয়েছেন, গত আসরের মতো এবারও ফাইনাল খেলতে চায় তার দল। লক্ষ্যে নেমে শ্রীলঙ্কার বিপক্ষে আসরের প্রথম জয় তুলে নিয়েছে লাল-সবুজের দল।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নেপালের দশরথ স্টেডিয়ামে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে ২-০তে জয় পেয়েছে বাংলাদেশ। গোলের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে নিহত আবু সাঈদ-মীর মুগ্ধকে স্মরণ করেছেন বাংলাদেশ দলের নাম্বার টেন মিরাজুল ইসলাম।

ম্যাচের ১৬তম মিনিটে বাংলাদেশকে লিড এনে দেন মিরাজ। গোলের পর উদযাপনের সময় টেন্ট থেকে টি-শার্ট নেন। জার্সির ওপর সেটি পরে উদযাপন করেন। যাতে লেখা ছিল আবু সাঈদ-মীর মুগ্ধকে নিয়ে বার্তা।

১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে বারবার আক্রমণে গেলেও কাঙ্ক্ষিত গোল পাচ্ছিল না কেউই। ম্যাচের শেষদিকে আরেকটি গোল করে বাংলাদেশ, ৮৫ মিনিটে গোল আনেন নাম্বার-৯ পিয়াস আহমেদ নোভা।

গ্রুপপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২২ আগস্ট, স্বাগতিক নেপালের সঙ্গে। ২৫ ও ২৬ আগস্ট সেমিফাইনাল এবং ২৮ আগস্ট ফাইনাল দিয়ে পর্দা নামবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button